Advertisement
২১ ডিসেম্বর ২০২৪
Rukmini Maitra

ডেঙ্গিতে আক্রান্ত রুক্মিণী মৈত্র? অসত্য খবর রটায় মুখ খুলতে বাধ্য হলেন অসুস্থ নায়িকা

খুবই অসুস্থ হয়ে পড়েছিলেন রুক্মিণী মৈত্র। তাই বাড়ির বাইরে বেরোতে পারছিলেন না নায়িকা। অসুস্থাতার খবর প্রকাশ্যে আসতেই ছড়িয়ে পড়ল বেশ কিছু ভুল তথ্য।

Tollywood actress Rukmini Maitra finally opens up about her health condition as various fake news is spreading

রুক্মিণী মৈত্র। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৩ ১৭:০০
Share: Save:

এক দিকে দেব ব্যস্ত তাঁর নতুন ছবি ‘প্রধান’-এর শুটিংয়ে। যদিও কিছু দিন আগেই কলকাতায় ফিরে আবার দিল্লি চলে গিয়েছেন অভিনেতা-সাংসদ। অন্য দিকে জ্বরে কাবু রুক্মিণী মৈত্র। বাড়ি থেকে বার হওয়ার ক্ষমতাও নাকি ছিল না নায়িকার। এই খবর প্রকাশ্যে আসা মাত্রই চারিদিকে বিপুল চর্চা। তবে কি নায়িকার ডেঙ্গি হল? ইদানীং চারিদিকে ডেঙ্গির খবর। সম্প্রতি অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়ের বোনের মৃত্যু হয় এই একই রোগে। তার পর থেকে আরও চিন্তিত টলিপাড়ার অভিনেতারা। এতটাই অসুস্থ হয়ে পড়েছিলেন রুক্মিণী যে, তাঁর কাছের বন্ধু রামকমল মুখোপাধ্যায়ের জন্মদিনের পার্টিতে পর্যন্ত যেতে পারেননি অভিনেত্রী। কয়েক দিন আগেই নায়িকার পরিচালক ধুমধাম করে পালন করেছেন নিজের জন্মদিন। সেই পার্টিতে রুক্মিণীর অনুপস্থিতি নিয়েও উঠেছিল প্রশ্ন। অনেক জায়গায় আবার নায়িকার ডেঙ্গিতে আক্রান্ত হওয়ার আভাসও দেওয়া হয়েছিল। তখন অবশ্য কোনও কথা বলেননি তিনি। অবশেষে চুপ থাকতে না পেরে মুখ খুললেন নায়িকা।

রুক্মিণীর ইনস্টাগ্রাম স্টোরি।

রুক্মিণীর ইনস্টাগ্রাম স্টোরি। ছবি: ইনস্টাগ্রাম।

ভুল খবর ছড়িয়ে পড়ায় রুক্মিণী যে কিছুটা হলেও ক্ষুব্ধ, তা বোঝা গেল তাঁর ইনস্টাগ্রাম স্টোরি দেখে। অবশেষে উত্তর দিতে বাধ্য হলেন নায়িকা। ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লিখেছেন, “সবাইকে জানাচ্ছি আমি ডেঙ্গিতে আক্রান্ত হইনি। খুব জ্বর হয়েছিল। এখন আমি সুস্থ হওয়ার পথে। আগের থেকে অনেকটা সুস্থ বোধ করছি। সবাইকে অনেক ধন্যবাদ, আমায় নিয়ে এত চিন্তা করার জন্য।” কিছু দিন আগে সত্যবতী হয়ে পর্দায় দেখা যায় তাঁকে। নায়িকার নতুন রূপ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে। রুক্মিণীর ঝুলিতে রয়েছে একগুচ্ছ কাজ। রামকমলের আগামী দু’টি ছবিতে দেখা যাবে তাঁকে। ‘নটী বিনোদিনী’র কাজ ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। ‘দ্রৌপদী’র প্রস্তুতি শুরু হবে খুব শীঘ্রই। এ ছাড়াও সৃজিত মুখোপাধ্যায়ের আগামী ছবিতে দেবের সঙ্গে দেখা যাবে রুক্মিণীকে। যে ছবির কাজ শুরু হবে সম্ভবত আগামী বছর থেকে।

অন্য বিষয়গুলি:

Rukmini Maitra Tollywood Actress Fake News Health Condition
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy