Tollywood actress Nusrat Jahan's wedding album dgtl
nusrat jahan
সামনে এল নুসরতের বিয়ের এক গুচ্ছ নতুন ছবি, দেখুন অ্যালবাম
নুসরত জাহান, টলিউডের অন্যতম সফল এবং সুন্দরী অভিনেত্রী। তার আরও এক পরিচয় তিনি ২০১৯ লোকসভা নির্বাচনের বসিরহাট কেন্দ্রের নব নির্বাচিত সাংসদ। এ মাসেরই ১৯ জুন তুরস্কের বোদরুমে পেশায় ব্যবসায়ী নিখিল জৈনকে বিয়ে করেন নুসরত। দেখে নিন সেই হাই প্রোফাইল বিয়ের কিছু না দেখা মুহূর্ত।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৪ জুন ২০১৯ ১১:৪১
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১২
নুসরত জাহান, টলিউডের অন্যতম সফল এবং সুন্দরী অভিনেত্রী। তার আরও এক পরিচয় তিনি ২০১৯ লোকসভা নির্বাচনের বসিরহাট কেন্দ্রের নব নির্বাচিত সাংসদ। এ মাসেরই ১৯ জুন তুরস্কের বোদরুমে পেশায় ব্যবসায়ী নিখিল জৈনকে বিয়ে করেন নুসরত। দেখে নিন সেই হাই প্রোফাইল বিয়ের কিছু না দেখা মুহূর্ত।
০২১২
নুসরতের বিয়ে নিয়ে তাঁর ফ্যানদের মধ্যে বিয়ের বেশ কিছু দিন আগে থেকেই হাইপ তৈরি হয়েছিল। তিনি নিজেও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছিলেন হলদি, মেহেন্দি প্রমুখ বিয়ের অনুষ্ঠানের ছবি যা নজর কাড়ছিল সবার।
০৩১২
বিয়েতে নুসরত পরেছিলেন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের লেহেঙ্গা। রং ছিল লাল। প্রত্যেকটি বিয়ের অনুষ্ঠানের জন্য ছিল ভিন্ন ভিন্ন থিম।
০৪১২
বোদরুমে টলিউড থেকে একমাত্র আমন্ত্রিত ছিলেন নুসরতের ‘বেস্ট বাডি’ নব নির্বাচিত আর এক তৃণমূল সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী। সাজগোজ, ডিজাইনার ড্রেসের দিক থেকে মিমিও কিন্তু কোনও অংশে কম যান না।
০৫১২
নিখিলের সঙ্গেও যে মিমির দারুন ভাব জমে গিয়েছে, তা এই ছবিটি থেকেই বোঝা যাচ্ছে।।
০৬১২
‘এনজেঅ্যাফেয়ার’। নিখিল এবং নুসরতের বিয়ের সোশ্যাল ওয়ালে ব্যবহৃত হ্যাশট্যাগ ছিল এটাই।
০৭১২
নুসরতের বিয়েতে সবচেয়ে আকর্ষণীয় অনুষ্ঠান ছিল ‘হোয়াইট ওয়েডিং। এর জন্য নুসরত বেছেছিলেন মিন্ট গ্রিন এবং সাদার মিশেলে ড্রেস।
০৮১২
নিখিলের পরনে ছিল কালো রঙের স্যুট।
০৯১২
খাওয়া দাওয়ার আয়োজনও ছিল বিস্তর। ভারতীয় কুইজিনের পাশাপাশি স্থানীয় খাবারেরও ব্যবস্থা ছিল।
১০১২
নায়িকার ঘনিষ্ঠ মহল সূত্রে শোনা যাচ্ছে, দেশে ফিরে ২৫ জুনের পরে আইনি মতে বিয়ে সারবেন নুসরত-নিখিল।
১১১২
দেশে ফেরার পর টলিউডের বাকি অভিনেতা, বন্ধু বান্ধব ও রাজনৈতিক সহকর্মীদের নিয়ে রিসেপশনের প্ল্যানে আছেন নব দম্পতি।
১২১২
বলিউডে ডেস্টিনেশন ওয়েডিং-এর চল আগে থেকেই ছিল। কিন্তু টলিউডে সম্ভবত নুসরত-নিখিলই প্রথম শুরু করলেন এই চল।