Advertisement
১০ জানুয়ারি ২০২৫
nusrat jahan

সামনে এল নুসরতের বিয়ের এক গুচ্ছ নতুন ছবি, দেখুন অ্যালবাম

নুসরত জাহান, টলিউডের অন্যতম সফল এবং সুন্দরী অভিনেত্রী। তার আরও এক পরিচয় তিনি ২০১৯ লোকসভা নির্বাচনের বসিরহাট কেন্দ্রের নব নির্বাচিত সাংসদ। এ মাসেরই ১৯ জুন তুরস্কের বোদরুমে পেশায় ব্যবসায়ী নিখিল জৈনকে বিয়ে করেন নুসরত। দেখে নিন সেই হাই প্রোফাইল বিয়ের কিছু না দেখা মুহূর্ত।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৪ জুন ২০১৯ ১১:৪১
Share: Save:
০১ ১২
নুসরত জাহান, টলিউডের অন্যতম সফল এবং সুন্দরী অভিনেত্রী। তার আরও এক পরিচয় তিনি ২০১৯ লোকসভা নির্বাচনের বসিরহাট কেন্দ্রের নব নির্বাচিত সাংসদ। এ মাসেরই ১৯ জুন তুরস্কের বোদরুমে পেশায় ব্যবসায়ী নিখিল জৈনকে বিয়ে করেন নুসরত। দেখে নিন সেই হাই প্রোফাইল বিয়ের কিছু না দেখা মুহূর্ত।

নুসরত জাহান, টলিউডের অন্যতম সফল এবং সুন্দরী অভিনেত্রী। তার আরও এক পরিচয় তিনি ২০১৯ লোকসভা নির্বাচনের বসিরহাট কেন্দ্রের নব নির্বাচিত সাংসদ। এ মাসেরই ১৯ জুন তুরস্কের বোদরুমে পেশায় ব্যবসায়ী নিখিল জৈনকে বিয়ে করেন নুসরত। দেখে নিন সেই হাই প্রোফাইল বিয়ের কিছু না দেখা মুহূর্ত।

০২ ১২
নুসরতের বিয়ে নিয়ে তাঁর ফ্যানদের মধ্যে বিয়ের বেশ কিছু দিন আগে থেকেই হাইপ তৈরি হয়েছিল। তিনি নিজেও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছিলেন হলদি, মেহেন্দি প্রমুখ বিয়ের অনুষ্ঠানের ছবি যা নজর কাড়ছিল সবার।

নুসরতের বিয়ে নিয়ে তাঁর ফ্যানদের মধ্যে বিয়ের বেশ কিছু দিন আগে থেকেই হাইপ তৈরি হয়েছিল। তিনি নিজেও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছিলেন হলদি, মেহেন্দি প্রমুখ বিয়ের অনুষ্ঠানের ছবি যা নজর কাড়ছিল সবার।

০৩ ১২
বিয়েতে নুসরত পরেছিলেন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের লেহেঙ্গা। রং ছিল লাল। প্রত্যেকটি বিয়ের অনুষ্ঠানের জন্য ছিল ভিন্ন ভিন্ন থিম।

বিয়েতে নুসরত পরেছিলেন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের লেহেঙ্গা। রং ছিল লাল। প্রত্যেকটি বিয়ের অনুষ্ঠানের জন্য ছিল ভিন্ন ভিন্ন থিম।

০৪ ১২
বোদরুমে টলিউড থেকে একমাত্র আমন্ত্রিত ছিলেন নুসরতের ‘বেস্ট বাডি’ নব নির্বাচিত আর এক তৃণমূল সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী। সাজগোজ, ডিজাইনার ড্রেসের দিক থেকে মিমিও কিন্তু কোনও অংশে কম যান না।

বোদরুমে টলিউড থেকে একমাত্র আমন্ত্রিত ছিলেন নুসরতের ‘বেস্ট বাডি’ নব নির্বাচিত আর এক তৃণমূল সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী। সাজগোজ, ডিজাইনার ড্রেসের দিক থেকে মিমিও কিন্তু কোনও অংশে কম যান না।

০৫ ১২
নিখিলের সঙ্গেও যে মিমির দারুন ভাব জমে গিয়েছে, তা এই ছবিটি থেকেই বোঝা যাচ্ছে।।

নিখিলের সঙ্গেও যে মিমির দারুন ভাব জমে গিয়েছে, তা এই ছবিটি থেকেই বোঝা যাচ্ছে।।

০৬ ১২
‘এনজেঅ্যাফেয়ার’। নিখিল এবং নুসরতের বিয়ের সোশ্যাল ওয়ালে ব্যবহৃত হ্যাশট্যাগ ছিল এটাই।

‘এনজেঅ্যাফেয়ার’। নিখিল এবং নুসরতের বিয়ের সোশ্যাল ওয়ালে ব্যবহৃত হ্যাশট্যাগ ছিল এটাই।

০৭ ১২
নুসরতের বিয়েতে সবচেয়ে আকর্ষণীয় অনুষ্ঠান ছিল ‘হোয়াইট ওয়েডিং। এর জন্য নুসরত বেছেছিলেন মিন্ট গ্রিন এবং সাদার মিশেলে ড্রেস।

নুসরতের বিয়েতে সবচেয়ে আকর্ষণীয় অনুষ্ঠান ছিল ‘হোয়াইট ওয়েডিং। এর জন্য নুসরত বেছেছিলেন মিন্ট গ্রিন এবং সাদার মিশেলে ড্রেস।

০৮ ১২
নিখিলের পরনে ছিল কালো রঙের স্যুট।

নিখিলের পরনে ছিল কালো রঙের স্যুট।

০৯ ১২
খাওয়া দাওয়ার আয়োজনও ছিল বিস্তর। ভারতীয় কুইজিনের পাশাপাশি স্থানীয় খাবারেরও ব্যবস্থা ছিল।

খাওয়া দাওয়ার আয়োজনও ছিল বিস্তর। ভারতীয় কুইজিনের পাশাপাশি স্থানীয় খাবারেরও ব্যবস্থা ছিল।

১০ ১২
নায়িকার ঘনিষ্ঠ মহল সূত্রে শোনা যাচ্ছে, দেশে ফিরে ২৫ জুনের পরে আইনি মতে বিয়ে সারবেন নুসরত-নিখিল।

নায়িকার ঘনিষ্ঠ মহল সূত্রে শোনা যাচ্ছে, দেশে ফিরে ২৫ জুনের পরে আইনি মতে বিয়ে সারবেন নুসরত-নিখিল।

১১ ১২
দেশে ফেরার পর টলিউডের বাকি অভিনেতা, বন্ধু বান্ধব ও রাজনৈতিক সহকর্মীদের নিয়ে রিসেপশনের প্ল্যানে আছেন নব দম্পতি।

দেশে ফেরার পর টলিউডের বাকি অভিনেতা, বন্ধু বান্ধব ও রাজনৈতিক সহকর্মীদের নিয়ে রিসেপশনের প্ল্যানে আছেন নব দম্পতি।

১২ ১২
বলিউডে ডেস্টিনেশন ওয়েডিং-এর চল আগে থেকেই ছিল। কিন্তু টলিউডে সম্ভবত নুসরত-নিখিলই প্রথম শুরু করলেন এই চল।

বলিউডে ডেস্টিনেশন ওয়েডিং-এর চল আগে থেকেই ছিল। কিন্তু টলিউডে সম্ভবত নুসরত-নিখিলই প্রথম শুরু করলেন এই চল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy