These Bollywood celebrities are also successful entrepreneurs dgtl
অভিনয়ের পাশাপাশি অন্য পেশাতেও সফল এই বলি তারকারা
ফটোশুট থেকে রেড কার্পেট, অ্যাওয়ার্ড সেরিমনি থেকে গসিপ—ঝাঁ ঝাঁ চকচকে বলি তারকারা শুধু গ্ল্যামার দুনিয়া নয়, নজির গড়েছেন নিজের নিজের ব্যবসা ক্ষেত্রেও। অনেকেই রূপোলী পর্দার বাইরে নিজেদের আলাদা পরিচয়ও তৈরি করেছেন। গ্যালারির পাতায় রইল এমনই কয়েকজন তারকার নাম।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৭ মার্চ ২০১৮ ১৭:৫১
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১০
ফটোশুট থেকে রেড কার্পেট, অ্যাওয়ার্ড সেরিমনি থেকে গসিপ—ঝাঁ ঝাঁ চকচকে বলি তারকারা শুধু গ্ল্যামার দুনিয়া নয়, নজির গড়েছেন নিজের নিজের ব্যবসা ক্ষেত্রেও। অনেকেই রূপোলী পর্দার বাইরে নিজেদের আলাদা পরিচয়ও তৈরি করেছেন। গ্যালারির পাতায় রইল এমনই কয়েকজন তারকার নাম।
০২১০
টুইঙ্কেল খন্না: অভিনয় ছাড়ার পর ঘর সাজানোকেই নিজের পেশা হিসেবে বেছে নেন অক্ষয় ঘরণী। ইন্টিরিয়র ডিজাইনে বেশ নামও করেছেন তিনি। পাশাপাশি, নিজের প্রযোজনা সংস্থাও খুলে ফেলেছেন টুইঙ্কল। ‘মিসেসে ফানিবোনস’ নামে বইও লিখেও নাম করেছেন তিনি।
০৩১০
সুস্মিতা সেন: সৌন্দর্যের সঙ্গে বুদ্ধিমত্তার আশ্চর্য মিশেল সুস্মিতা। অভিনয়ের পাশাপাশি সমাজসেবী হিসেবেও যথেষ্ট নাম আছে তাঁর। ‘আই এম’ নামে একটি সংস্থা খুলেছেন তিনি যেটি বিভিন্ন এনজিও-র সঙ্গে যৌথ ভাবে কাজ করে। গরীব ছেলেমেয়েদের শিক্ষা, চিকিৎসার যাবতীয় সুবিধা দেওয়াই এই সংস্থার কাজ।
০৪১০
অর্জুন রামপাল: ‘ল্যাপ, দ্য লাউঞ্জ’ নামে দিল্লিতে নিজের রেস্তোরাঁ খুলেছেন এই মডেল অভিনেতা। রেস্তোরাঁর অন্দরসজ্জা রীতিমতো মাথা ঘুরিয়ে দেবে। ইতিমধ্যেই এই রেস্তোরাঁর নাম শীর্ষে রয়েছে।
০৫১০
সলমন খান: অভিনয়ের পাশাপাশি নানা সমাজসেবামূলক কাজের সঙ্গেও যুক্ত সল্লু ভাই। বান্দ্রাতে তাঁর একটি স্বেচ্ছাসেবী সংস্থা রয়েছে যার নাম ‘বিয়িং হিউম্যান’। যথেষ্ট পসার রয়েছে এই সংস্থার।
০৬১০
দীপিকা পাডুকোন: ২০১৫ সালে নিজের একটি সংস্থা খোলেন দীপিকা পাডুকোন। মনোরোগ বা অবসাদের বিভিন্ন উপসর্গের সঙ্গে লড়াই করার সাপোর্ট জোগায় এই সংস্থা। পাশাপাশি এই ফ্যাশনিস্তা একটি অনলাইন রিটেল স্টোরের সঙ্গে চুক্তি করে সেখানে লঞ্চ করেছেন নিজের পোশাকের ব্র্যান্ডও।
০৭১০
মাধুরী দীক্ষিত: অভিনয়ের পাশাপাশি নাচকে নিজের প্যাশন হিসেবে বেছে নিয়েছিলেন এই বলি ডিভা। অনলাইনে নিজের একটি ডান্স ক্লাস চালান মাধুরী। পৃথিবীর তাবড় কোরিওগ্রাফারদের থেকে পরামর্শ নিয়ে সেখানে নাচের তালিম দেন তিনি।
০৮১০
শাহরুখ খান: বরাবরই ব্যতিক্রমী বলি বাদশা। সফল অভিনেতার পাশাপাশি সফল প্রযোজকের নামটাও জুড়ে গিয়েছে কিঙ্গ খানের নামের সঙ্গে। ২০০২ সালে শাহরুখ এবং গৌরী খানের সহ-মালিকানায় তৈরি হয়েছিল প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেনমেন্ট। পাশাপাশি ‘কলকাতা নাইট রাইডার্স’ টিমের মালিকও তিনি।
০৯১০
লারা দত্ত: মডেলিং এবং অভিনয়ের পাশাপাশি এই বলি ডিভা ‘ভিগি বাসন্তী’ নামে নিজের একটি প্রযোজনা সংস্থাও তৈরি করে ফেলেছেন। পাশাপাশি, রকমারি শাড়ির কালেকশন নিয়ে তাঁর নিজস্ব ব্র্যান্ডও রয়েছে।
১০১০
সুনীল শেঠী: জানেন কী, অভিনয়ের পাশাপাশি সুনীল একজন সফল ব্যবসায়ীও? ‘পপকর্ন এন্টারটেনমেন্ট’ নামে নিজের প্রযোজনা সংস্থার পাশাপাশি দেশজুড়ে অনেক জিমও রয়েছে অভিনেতার। সেই সঙ্গে নিজের রেস্তোরাঁও খুলেছেন সুনীল।