বিতর্ককে সঙ্গী করেই ২০০ কোটি ছুঁতে চলল ‘দ্য কেরালা স্টোরি’। ছবি: সংগৃহীত।
এই মুহূর্তে দেশের অন্যতম চর্চিত বিষয় ‘দ্য কেরালা স্টোরি’। সুদীপ্ত সেন পরিচালিত এই ছবি বিনোদনের গণ্ডি পেরিয়ে পা রেখেছেন রাজনীতির আঙিনায়। এই ছবির সমালোচনা করেছে তামিলনাড়ু, কেরল, পশ্চিমবঙ্গের মতো রাজ্যগুলি। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে নিষিদ্ধ ঘোষণা করেন এই ছবিকে। যদিও শীর্ষ আদালত এই ছবিকে ছাড়পত্র দিয়েছে, তবু এখনও পশ্চিমবঙ্গে হলগুলিতে চলছে না ‘দ্য কেরালা স্টোরি’। অন্য দিকে, বিজেপি শাসিত রাজ্যগুলিতে রমরমিয়ে চলছে এই ছবি। হরিয়ানা, মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশের মতো রাজ্যে করমুক্ত করা হয়েছে এই ছবিকে। বিতর্ককে সঙ্গী করেই সাফল্যের দিকে এগিয়ে চলেছে এই ছবি, ছুঁতে চলেছে ২০০ কোটি।
সোমবারে পাওয়া রিপোর্ট অনুযায়ী এই ছবি ২০০ কোটির গণ্ডি প্রায় ছুঁয়েই ফেলেছে। মুক্তির পর ১৭তম দিনে এই ছবির আয় ১৯৮.৯৭ কোটি টাকা। গত তিন দিনে এই ছবির বক্স অফিসে আয়ের যে রিপোর্ট প্রকাশ্যে এসেছে, সেই অনুযায়ী শুক্রবার ৬.৬০ কোটি টাকা, শনিবার ৯.১৫ কোটি, রবিবার প্রায় ১১.৫০ কোটির আয় করে এই ছবি। সব মিলিয়ে সোমবারই মোট ২০০ কোটি ছুঁয়ে ফেলবে এই ছবি।
এ বছর হিন্দি ছবির বাণিজ্যিক সাফল্যের নিরিখে সবোর্চ্চ আয় করে ‘পাঠান’ ছবিটি। এত দিন দ্বিতীয় স্থানে ছিল সলমন খানের ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’। সেই ছবিকে হারিয়ে দ্বিতীয় স্থানটি দখল করল অদা শর্মা অভিনীত ‘দ্য কেরালা স্টোরি’।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy