Advertisement
০৬ নভেম্বর ২০২৪
Entertainment news

তেলুগু অভিনেত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, মোবাইলে চ্যাট-এর নথি ঘিরে রহস্য

পুলিশ আরও জানিয়েছে, হায়দরাবাদের ফ্ল্যাটে একাই থাকতেন ঝাঁসি। অভিনেত্রীর ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। ফোনের কল ও চ্যাটিং রেকর্ড ঘেঁটে পুলিশ প্রাথমিক ভাবে জানতে পেরেছে, মৃত্যুর আগে এক ব্যক্তির সঙ্গে চ্যাটে কথা হয় ঝাঁসির।

তেলুগু অভিনেত্রী নাগা ঝাঁসি। ফাইল চিত্র।

তেলুগু অভিনেত্রী নাগা ঝাঁসি। ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
হায়দরাবাদ শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:১৬
Share: Save:

জনপ্রিয় তেলুগু অভিনেত্রী নাগা ঝাঁসির(২১) ঝুলন্ত দেহ উদ্ধার হল হায়দরাবাদে তাঁর বাড়ি থেকে। টেলি সিরিয়াল ‘পবিত্র বন্ধন’-এ অভিনয়ের জন্য লাইমলাইটে আসেন ঝাঁসি। অভিনয় করেছেন বেশ কয়েকটি ছবিতেও।

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার ঝাঁসির বাড়িতে গিয়েছিলেন তাঁর ভাই দুর্গাপ্রসাদ। পুলিশকে তিনি জানান, অনেক বার কলিং বেল বাজানোর পরেও দরজা খোলেননি ঝাঁসি। সন্দেহ হওয়ায় তিনি দরজা ভাঙতেই সিলিং ফ্যানে অভিনেত্রীর ঝুলন্ত দেহ দেখতে পান। সঙ্গে সঙ্গে দুর্গাপ্রসাদ পুলিশে খবর দেন।

পুলিশ আরও জানিয়েছে, হায়দরাবাদের ফ্ল্যাটে একাই থাকতেন ঝাঁসি। অভিনেত্রীর ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। ফোনের কল ও চ্যাটিং রেকর্ড ঘেঁটে পুলিশ প্রাথমিক ভাবে জানতে পেরেছে, মৃত্যুর আগে এক ব্যক্তির সঙ্গে চ্যাটে কথা হয় ঝাঁসির।

আরও পড়ুন: ‘আমরা বাইজি নই, নাচতেও আসিনি’, ইমনের মন্তব্যে কী মত বিশিষ্টদের?

আত্মীয়-পরিজনদের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পেরেছে, দূর সম্পর্কের এক আত্মীয়ের সঙ্গে ঝাঁসির সম্পর্ক গড়ে উঠেছিল। তাঁদের দাবি, অভিনেত্রীর পরিবার সেই সম্পর্ক মানতে চাইছিল না। ফলে বেশ কয়েক মাস ধরেই ঝাঁসি মানসিক অবসাদে ভুগছিলেন বলেও দাবি তাঁদের।

আরও পড়ুন: ভেবেছিলাম কৃষ্ণাঙ্গ মারব! অভিনেতা লিয়াম নিসনের কথায় বিতর্ক

ঝাঁসি আত্মহত্যা করেছেন, নাকি তাঁকে খুন করা হয়েছে তা নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। তবে পুলিশ জানিয়েছ, ঘটনাটিকে প্রাথমিক ভাবে আত্মহত্যাই মনে হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই বিষয়টি স্পষ্ট হবে। এই ঘটনায় আরও কয়েক জনকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানিয়েছে পুলিশ। ঝাঁসির ওই দূর সম্পর্কের আত্মীয়েরও খোঁজ চালানো হচ্ছে।

(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের সমস্ত গসিপ পড়তে চোখ রাখুন আমাদেরবিনোদনবিভাগে।)

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE