‘ভুতু’ বা ‘পটলকুমার গানওয়ালা’ হয়তো আর দেখা যাবে না টিভির পর্দায়। না! এই আশঙ্কা ভারতে নয়। বরং বাংলাদেশের দর্শক এখন এই আশঙ্কায় ভুগছেন। কারণ স্টার জলসা, স্টার প্লাস, জি বাংলার মতো চ্যানেলগুলি হয়তো বন্ধ হয়ে যাবে বাংলাদেশে। শেখ হাসিনা সরকার এমনই চিন্তা ভাবনা করছেন বলে জানা গিয়েছে। আর এই দুটি সিরিয়াল ওই চ্যানেলগুলিতেই দেখানো হয়।
কিন্তু কেন এই ভাবনা? এই সব ভারতীয় চ্যানেল যথেষ্ট জনপ্রিয় বাংলাদেশে। তাও কেন বন্ধ করে দেওয়ার কথা ভাবছে সরকার?
সম্প্রতি গুলশানে জঙ্গি হামলার পর বাংলাদেশে পিস টিভির সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে। এর পরই সোশ্যাল নেটওয়ার্কে এই তিনটি ভারতীয় চ্যানেল বন্ধ করে দেওয়ার জন্য জোরালো দাবি জানানো হচ্ছে। অনেক বাংলাদেশির অভিযোগ, ওই সব চ্যানেলে সম্প্রচারিত অনুষ্ঠান সামাজিক অবক্ষয়ের কারণ হচ্ছে। তবে সরকারের পক্ষ থেকে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy