Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪

শঙ্কুর নতুন চমক

নিয়ে এসেছে শঙ্কু ফ্লিপবুক। এটি ইন্টার‌্যাক্টিভ বই। বইয়ের পাতা থেকে উঠে আসবে ছবির ট্রেলার, কমিক স্ট্রিপ।

শঙ্কুর ভূমিকায় ধৃতিমান চট্টোপাধ্যায়।

শঙ্কুর ভূমিকায় ধৃতিমান চট্টোপাধ্যায়।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০১৯ ০০:১৯
Share: Save:

সত্যজিৎ রায়ের অমর সৃষ্টি প্রোফেসর শঙ্কু প্রথম বার বড় পর্দায় আসছে। দর্শকের একাংশ তা নিয়ে ইতিমধ্যেই উত্তেজিত। কিন্তু এখনকার কচিকাঁচারা শঙ্কুকে নিয়ে কতটা আগ্রহী?

টেকনোলজির বাড়বাড়ন্তে ছোটদের বই পড়ার প্রবণতা কমে গিয়েছে। ফলে অনেকেই শঙ্কু সম্পর্কে ওয়াকিবহাল নয়। সেই জায়গা থেকেই সন্দীপ রায় পরিচালিত ‘প্রোফেসর শঙ্কু ও এল্‌ ডোরাডো’ ছবিটিকে কেন্দ্র করে কিছু চমক দিতে চাইছে প্রযোজনা সংস্থা। এর জন্য তারা ব্যবহার করেছে অগমেন্টেড রিয়্যালিটি এবং ভার্চুয়াল রিয়্যালিটি টেকনোলজিকে।

নিয়ে এসেছে শঙ্কু ফ্লিপবুক। এটি ইন্টার‌্যাক্টিভ বই। বইয়ের পাতা থেকে উঠে আসবে ছবির ট্রেলার, কমিক স্ট্রিপ। মাঝে দরকার একটা মোবাইল। সেখানে শঙ্কু অ্যাপ ডাউনলোড করতে হবে। তা হলেই চাক্ষুষ করা যাবে শঙ্কুর অ্যানাইহিলিনের কেরামতি। থাকছে ভিআর হেডসেট, আইগিয়ার। সেখানে চোখ রাখলে দেখতে পাওয়া যাবে শঙ্কুর ল্যাবরেটরির অন্দরমহল ইত্যাদি। শহরের মাল্টিপ্লেক্স, সায়েন্স সিটি, ইকো পার্কে গেলে সন্ধান মিলবে কী ভাবে শঙ্কুর টেকনোলজি মিলে যাচ্ছে এখনকার সঙ্গে।

অন্য বিষয়গুলি:

Professor Shonku O El Dorado Shonku Flip Books App Satyajit Ray
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy