Advertisement
১৯ ডিসেম্বর ২০২৪
Sushmita Sen

‘বাবুশ’ রহমানের জন্মদিনে তাঁকে আদর পাঠালেন সুস্মিতা

এই ছবির সঙ্গেই রয়েছে খোলা চিঠি। রহমানের মন যা চায়, সবটা যেন তিনি পান, সেই কামনাই করেছেন তাঁর প্রেমিকা।

সুস্মিতা-রহমান।

সুস্মিতা-রহমান।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২১ ১৫:৩৪
Share: Save:

ভালবাসার মানুষের জন্মদিন। তাই ভালবাসায় রহমান শলকে বেঁধে রাখলেন সুস্মিতা সেন। নিজের মতো করে বুঝিয়ে দিলেন কতটা ভালবাসেন তাঁর ‘বাবুশ’-কে।

ইনস্টাগ্রামে রহমানের সঙ্গে ঘনিষ্ঠ ছবি পোস্ট করলেন সুস্মিতা। দু’জনেরই মন মজেছে কালোর রং মিলান্তিতে। রহমানের পরনে সাদা হাইনেকের সঙ্গে কালো ব্লেজার। সুস্মিতা কালো ওভারকোটের সঙ্গে হাই পনিটেলে সহজ সুন্দরী। ভরা শীতে প্রেমের উষ্ণতায় বিভোর। একে অন্যের খুব কাছে তাঁরা। নাকে নাক মিলিয়ে দিয়ে একে অন্যের চোখে হারিয়ে যেতে চাইছেন দু’জনেই।

এই ছবির সঙ্গেই রয়েছে খোলা চিঠি। রহমানের মন যা চায়, সবটা যেন তিনি পান, সেই কামনাই করেছেন তাঁর প্রেমিকা। শুধু তাই নয়, নিজের সঙ্গেই দুই মেয়ে আলিশা এবং রেনের পক্ষ থেকে ‘কালেক্টিভ হাগ’ পাঠিয়েছেন বার্থডে বয়কে।

A post shared by Sushmita Sen (@sushmitasen47)

সুস্মিতার দুই মেয়ের সঙ্গে আগাগোড়া ভাল সম্পর্ক রহমানের। মায়ের ভালবাসার মানুষকে খুব সহজ ভাবেই বন্ধু হিসাবে মেনে নিয়েছেন তাঁরা। একসঙ্গে ঘুরতে যাওয়া থেকে সেলফি তোলা, রহমান এখন তাঁদের পরিবারেরই এক জন। পেশাগত জীবনের মতো ব্যক্তিগত জীবনকেও নিজের শর্তে সাজিয়েছেন বিশ্বসুন্দরী। তবে রহমানের সঙ্গে বিয়ের প্রসঙ্গে এখনও নিশ্চুপ সুস্মিতা। যদিও তাঁর ভাইয়ের স্ত্রী এখনই রহমানকে ‘জিজু’ বলে সম্বোধন করছেন। তবে কি বিয়ের সানাই শোনা যাবে খুব শীঘ্রই?

আরও পড়ুন: ফের এনসিবির দফতরে রিয়া ও শৌভিক চক্রবর্তী

আরও পড়ুন: শ্যুটিংয়েই মুগ্ধ রাজকুমার বিয়ের প্রস্তাব দেন হেমাকে, পত্রপাঠ ফিরিয়ে দেন ড্রিমগার্ল​

অন্য বিষয়গুলি:

Sushmita Sen Rohman Shawl Bollywood
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy