কনের বেশে শ্রাবন্তী।
সদ্য বিয়ে করেছেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। পাত্র রোশন সিংহ। কলকাতা নয়। অমৃতসরে গত ১৯ এপ্রিল পঞ্জাবি মতে বিয়ে করেছেন নায়িকা। কলকাতা ফিরেছেন ২৩ এপ্রিল। ফিরেই সোজা শুটিং ফ্লোরে। তার মধ্যেই নতুন জীবন নিয়ে মুখ খুললেন শ্রাবন্তী।
অভিনন্দন শ্রাবন্তী।
ধন্যবাদ।
বিয়ের পর কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে আপনাকে…
(হা হা হা…)
রোশনের সঙ্গে আলাপ হল কী ভাবে?
ওকে দু’বছর আগে থেকেই চিনতাম কমন বন্ধুদের মাধ্যমে। জানতাম ও কিক ফিটনেস জিমের মালিক। তা ছাড়া একটি বিমান সংস্থার কেবিন ক্রু সুপারভাইজার। কিন্তু কথা হয়নি তখন। তার পর এক বার বাংলাদেশ থেকে ফিরছিলাম। তখন প্লেনে দেখা। তার পর থেকেই বন্ধুত্ব।
আরও পড়ুন, ‘আমি ভাগ্যবান #মিটু ফেস করিনি, কিন্তু কেন ভাগ্যবান বলব বলুন তো?’
বিয়ে করার সিদ্ধান্ত নিলেন কবে?
ও আর আমার একই বছর, একই দিনে জন্ম। আমরা সেম বার্থ ডে শেয়ার করি। তা ছাড়াও অনেক মিল আমাদের। দেখলাম ও আমার মতোই। ওর ফ্যামিলি ভীষণ ভাল। ওর মা সিঙ্গল মাদার। ছোটবেলায় বাবা মারা গিয়েছিলেন। আমিও ছেলেকে একাই বড় করছি। স্ট্রাগল করছি। সেটা উনি দেখেছেন। ওর দিদি, জামাইবাবুরা আমাকে খুব ভালবাসে। সম্মান দেয়। আমার বাবা-মাকেও খুব সম্মান দিয়েছে। ফলে দুই বাড়ি থেকেই আমাদের বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
নবদম্পতি। রোশন এবং শ্রাবন্তী।
কলকাতায় বিয়ে না করে, কাউকে না জানিয়ে চণ্ডীগড়ে বিয়ে করলেন কেন?
এখানে তো আমার অনেক শুভাকাঙ্খী (হাসি)…। আগে কী হয়েছে বা আমাকে নিয়ে এখানে এত আলোচনা…হা হা…। আসলে আমি জ্যোতিষে বিশ্বাস করি। আমার জ্যোতিষী, যেখানে জন্ম তার কাছাকাছি বিয়ের অনুষ্ঠান করতে বলেছিলেন। আমার অমৃতসরে জন্ম। তাই ওখানেই বিয়ে করলাম।
বাঙালি আচার অনুযায়ী কোনও অনুষ্ঠান হয়েছে?
না। বিয়ে পুরো পাঞ্জাবি মতে হয়েছে।
আরও পড়ুন, ‘ও জানতেই পারল না, আমার ওকে মনে আছে…’
কলকাতায় কোনও অনুষ্ঠান করবেন না?
আমরা ‘আরবানা’-তে একটা ফ্ল্যাট নিয়েছি। তার ইন্টিরিয়রের কাজ চলছে। সেটা শেষ হলে ওখানেই বন্ধুদের ডেকে একটা ছোট্ট অনুষ্ঠান করব ভেবেছি।
আপনার ছেলে (ঝিনুক) এই বিয়ের সিদ্ধান্তে খুশি?
আমি ওর মতামত ছা়ড়া কোনও কাজ করি না। ও খুশি। ও চায় আমি ভাল থাকি।
ঘনিষ্ঠ মুহূর্তে নবদম্পতি।
রোশনের সঙ্গে কেমন সম্পর্ক ঝিনুকের?
ওরা তো বেস্ট বাডি। সারা দিন মজা করছে।
বিয়েতে কী উপহার দিলেন রোশন?
ওই যেমন হয়…মঙ্গলসূত্র দিয়েছে। নোয়া, সোনার গয়না ওর মা দিয়েছে।
আরও পড়ুন, মানুষ হিরোদের চোখে জল দেখতে পছন্দ করে না: প্রসেনজিৎ
হানিমুনে যাবেন তো?
এখনই ঠিক নেই কিছু। আমি রোশনকে বলছিলাম, অনেক ছুটি হয়ে গিয়েছে। এখন কাজ শুধু।
নতুন জীবনের জন্য অনেক শুভেচ্ছা। ভাল থাকবেন।
থ্যাঙ্ক ইউ সো মাচ।
ছবি সৌজন্য: শ্রাবন্তী চট্টোপাধ্যায়
(টলিউডের প্রেম, টলিউডের বক্স অফিস, বাংলা সিরিয়ালের মা-বউমার তরজা -বিনোদনের সব খবর আমাদের বিনোদন বিভাগে।)
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy