Advertisement
২২ জানুয়ারি ২০২৫
Tollywood Gossip

আট মাস চেষ্টা করেও মুম্বইয়ে শিকে ছিঁড়ছে না নায়িকার, ভরসাযোগ্য প্রেমিকও এ বার বিরক্ত!

বাংলা সিরিয়ালের আলোচিত নায়িকা ছিলেন তিনি। কিন্তু তাঁর ইচ্ছা, বাংলা ছেড়ে হিন্দিতে কাজ করার। টানা আট মাসেও শিকে ছিঁড়ল না নায়িকার।

Speculations are Bengali serials popular actress’s boyfriend very offended on her as she has become his liability in Mumbai

—প্রতীকী চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২৪ ১৯:৪৭
Share: Save:

গত কয়েক বছরে টলিউডের অনেক অভিনেতাদেরই দেখা গিয়েছে হিন্দি ছবিতে। সম্প্রতি মিমি চক্রবর্তীকেও দর্শক দেখেছেন হিন্দি ছবি ‘শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী’ ছবিতে। শোনা গিয়েছিল, শুধু মিমি নয়, অনেক নায়িকাই নাকি চেষ্টা চালিয়ে যাচ্ছেন মুম্বইয়ে। টলিপাড়ার এমনই এক নায়িকা আট মাস ধরে থাকছেন মুম্বইয়েই। নায়িকার প্রেমিকও মুম্বইয়ে রয়েছেন বেশ অনেকগুলি বছর হয়ে গেল। তিনি অবশ্য এর মধ্যেই বেশ কিছু হিন্দি ছবিতে অভিনয় করেছেন। কিন্তু গত আট মাস ধরে নায়িকা বিভিন্ন ওয়ার্কশপ করলেও এখনও তেমন কিছু করতে পারেননি। একসঙ্গে থাকলেও, প্রেমিকার উপর মাঝে মাঝেই তাই রেগে যাচ্ছেন অভিনেতা।

বাংলা সিরিয়ালের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তিনি। তাঁর কেরিয়ারের প্রতিটি সিরিয়ালই পেয়েছে বিপুল জনপ্রিয়তা। গত বছর তাঁর একটি বাংলা ছবি মুক্তি পায়। সেই ছবির বক্স অফিস সাফল্য অনেককেই চমকে দিয়েছিল। কমবয়সিদেরও মন ছুঁয়ে যায় সেই ছবি। ছবি মুক্তির পর পরই নায়িকা চলে যান মুম্বইয়ে। সেখানে প্রথম দিন থেকেই প্রেমিকের বাড়িতে রয়েছেন তিনি। এমনিতে প্রেমিকের সঙ্গে তাঁর সম্পর্ক বেশ গভীর। তবে মায়ানগরীর খরচ এতই বেশি যে, অনেক মধুর সম্পর্কেও চিড় ধরে সময়ের সঙ্গে। অন্দরে ফিসফাস, বিরক্ত হয়ে মাঝে মাঝে নিজের বন্ধুদের কাছেও প্রেমিকার বাড়তি খরচ নিয়ে ক্ষোভ প্রকাশ করে ফেলছেন অভিনেতা।

তবে অভিনেতা এবং অভিনেত্রী প্রকাশ্যে কখনও তাঁদের সম্পর্কের কথা স্বীকার করেননি। শোনা যায়, নায়িকার বিয়ে ভেঙেছে অনেক দিন হল। যদিও ইদানীং সমাজমাধ্যমের পাতায় একসঙ্গে মাঝে মাঝেই ছবি দিচ্ছেন তাঁরা। নতুন বছরের শুরুতে কি শিকে ছিঁড়বে নায়িকার? তা সময়ই বলবে।

অন্য বিষয়গুলি:

Tollywood Gossip Tollywood Actors Tollywood Couple
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy