সোনাক্ষী সিন্হা এখন বিবাহিত। প্রায় আট মাস হল জ়াহির ইকবালের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন অভিনেত্রী। যদিও তাঁদের বিয়ে নিয়ে নাকি সিন্হা পরিবারের অন্দরে বিস্তর মনোমালিন্য হয়েছে। অবশেষে পরিবারের সম্মতিতেই বিয়ে করেছেন অভিনেত্রী। জ়াহিরের সঙ্গে প্রেম চলাকালীন বাড়িতে অনেক বাধানিষেধ ছিল। এই কারণে বিভিন্ন সময় জ়াহির বিরক্তও হয়েছেন, আবার সোনাক্ষীর মায়ের কাছেও বকা খেয়েছেন। অভিনেত্রী নিজেই বলেন, ‘‘আমি রামায়ণ নামের এক জঙ্গলে থাকতাম।’’
সোনাক্ষী বিয়ের আগে পর্যন্ত বাবা-মায়ের সঙ্গে থাকতেন। তাঁদের বাড়ির নাম ‘রামায়ণ’। দশ তলার বাড়ির পাঁচ তলায় থাকেন সোনাক্ষীর বাবা-মা ও দশ তলায় থাকেন অভিনেত্রী নিজে। ছেলেমেয়ে, বাবা-মা সকলেই ফোন দ্বারা যুক্ত। সোনাক্ষীর ত্রিশ পেরিয়ে যাওয়ার পরও বাড়িতে প্রবেশের ক্ষেত্রে একটা সময়সীমা বাঁধা ছিল। কোনও ভাবেই রাত ১.৩০টার সীমা অতিক্রম করা যাবে না। তাতেই নাকি বেজায় চটে যেতেন জ়াহির। সোনাক্ষীর কথায়, ‘‘আমার বাড়িতে কার্ফু লেগেই থাকত। রাত দেড়টার বেশি দেরি করা যাবে না কিছুতেই। আমি দেরি করে বাড়িতে ঢুকলে নীচে পরিচারকেরা মা-বাবাকে খবর পাঠিয়ে দিতেন। তার পরই ওঁরা ঘুমোতেন। মা বেশ কয়েক বার এই নিয়ে রাগারাগি করেছেন। জ়াহিরকেও বকা দিয়েছেন। বাবা অবশ্য এ সব বিষয়ে মাথা ঘামাতেন না।’’