Advertisement
০৬ নভেম্বর ২০২৪
Gul Panag

রাজনীতি থেকে সমাজসেবা, ৩৯-এ পৌঁছে মাতৃত্ব, প্রাক্তন ভারতসুন্দরীর ঝুঁকির সীমা সত্যি আকাশচুম্বী

বিয়ের পরেও গুলের কাছে স্কাই ইজ দ্য লিমিট। তিনি বলেছেন, ভারতীয় নারীদের কাছে প্রচলিত ধারণা তিনি পাল্টাতে চান। বিশ্বাস করেন, বিয়ে মানেই একজন মহিলার কাছে সব শেষ নয়। বরং, বিয়ের পরে নতুন করে শুরুও হতে পারে। বিয়ের পরে স্বামীর পথে পা রাখলেন গুল। ২০১৬ সালে তিনি বিমান চালনার প্রশিক্ষণ লাভ করেন। এখন তিনিও একজন প্রশিক্ষিত পাইলট।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০১৯ ১১:৪৬
Share: Save:
০১ ১১
‘ডোর’ ছবিতে স্বামীকে নিশ্চিত মৃত্যুমুখ থেকে ফিরিয়ে এনেছিলেন জিনাত। নতুন জীবন দিয়েছিলেন সই মীরাকেও। নিজের জীবনেও ঝুঁকি নিতে ভালবাসেন জিনাত, বাস্তবের গুল পনাগ। ছকভাঙা পথে উজান স্রোতে পাড়ি দেওয়াই বরাবরের পছন্দ প্রাক্তন ভারতসুন্দরীর। গুল শব্দের অর্থ সুগন্ধী ফুল। নিজের জীবনকে ফুলের মতোই সুবাসিত করে রেখেছেন তিনি। ছবি: সোশ্যাল মিডিয়া

‘ডোর’ ছবিতে স্বামীকে নিশ্চিত মৃত্যুমুখ থেকে ফিরিয়ে এনেছিলেন জিনাত। নতুন জীবন দিয়েছিলেন সই মীরাকেও। নিজের জীবনেও ঝুঁকি নিতে ভালবাসেন জিনাত, বাস্তবের গুল পনাগ। ছকভাঙা পথে উজান স্রোতে পাড়ি দেওয়াই বরাবরের পছন্দ প্রাক্তন ভারতসুন্দরীর। গুল শব্দের অর্থ সুগন্ধী ফুল। নিজের জীবনকে ফুলের মতোই সুবাসিত করে রেখেছেন তিনি। ছবি: সোশ্যাল মিডিয়া

০২ ১১
গুল পনাগ কউরের জন্ম ১৯৭৯ সালের ৩ জানুয়ারি, চণ্ডীগড়ে। লেফটেন্যান্ট জেনারেল বাবার কাজের সূত্রে দেশবিদেশে ঘুরে বেড়াতে হয়েছে তাঁদের পরিবারকে। ভারত ও ভারতের বাইরে মোট ১৪টি স্কুলে পড়াশোনা করেছেন গুল। তার মধ্যে আছে লাদাখের লেহ শহরের কেন্দ্রীয় বিদ্যালয়ও। পরে তিনি পঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর করেন। তার পরের পড়াশোনা আমেরিকার ইলিনয়ের কেলগ স্কুল অব ম্যানেজমেন্টে।

গুল পনাগ কউরের জন্ম ১৯৭৯ সালের ৩ জানুয়ারি, চণ্ডীগড়ে। লেফটেন্যান্ট জেনারেল বাবার কাজের সূত্রে দেশবিদেশে ঘুরে বেড়াতে হয়েছে তাঁদের পরিবারকে। ভারত ও ভারতের বাইরে মোট ১৪টি স্কুলে পড়াশোনা করেছেন গুল। তার মধ্যে আছে লাদাখের লেহ শহরের কেন্দ্রীয় বিদ্যালয়ও। পরে তিনি পঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর করেন। তার পরের পড়াশোনা আমেরিকার ইলিনয়ের কেলগ স্কুল অব ম্যানেজমেন্টে।

০৩ ১১
ছোট থেকেই সুবাগ্মী গুল খেলাধূলাতেও আগ্রহী ছিলেন। রাজ্য ও জাতীয় স্তরে বিতর্ক প্রতিযোগিতায় তিনি স্বর্ণপদক জিতেছেন। ১৯৯৯ সালে মিস ইন্ডিয়া হন গুল পনাগ। অংশ নিয়েছিলেন মিস ইউনিভার্স প্রতিযোগিতাতেও। এর পর বেশ কিছু বি়জ্ঞাপনে দেখা গিয়েছে তাঁকে। তবে ছবি করেছেন বেছে বেছে। মূলধারার বাণিজ‌্যিক ছবির থেকে তাঁর পছন্দ ছিল একটু অন্য রকমের কাজ।

ছোট থেকেই সুবাগ্মী গুল খেলাধূলাতেও আগ্রহী ছিলেন। রাজ্য ও জাতীয় স্তরে বিতর্ক প্রতিযোগিতায় তিনি স্বর্ণপদক জিতেছেন। ১৯৯৯ সালে মিস ইন্ডিয়া হন গুল পনাগ। অংশ নিয়েছিলেন মিস ইউনিভার্স প্রতিযোগিতাতেও। এর পর বেশ কিছু বি়জ্ঞাপনে দেখা গিয়েছে তাঁকে। তবে ছবি করেছেন বেছে বেছে। মূলধারার বাণিজ‌্যিক ছবির থেকে তাঁর পছন্দ ছিল একটু অন্য রকমের কাজ।

০৪ ১১
তাঁর প্রথম ছবি ‘ধূপ’ মুক্তি পায় ২০০৩ সালে। ২০০৬ সালে নাগেশ কুকুনুরের আইকনিক ছবি, ‘ডোর’। দর্শকমহলে উচ্চ প্রশংসিত এই ছবিতে নজর কেড়েছিল গুলের অভিনয়। এরপর ‘মনোরমা সিক্স ফিট আন্ডার’, ‘সামার ২০০৭’, ‘হেলো’, ‘অব তক ছপ্পন-২’-এর মতো ছবিতে দেখা গিয়েছে তাঁকে। গুলের অভিনীত শেষ ছবি ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার ২’।

তাঁর প্রথম ছবি ‘ধূপ’ মুক্তি পায় ২০০৩ সালে। ২০০৬ সালে নাগেশ কুকুনুরের আইকনিক ছবি, ‘ডোর’। দর্শকমহলে উচ্চ প্রশংসিত এই ছবিতে নজর কেড়েছিল গুলের অভিনয়। এরপর ‘মনোরমা সিক্স ফিট আন্ডার’, ‘সামার ২০০৭’, ‘হেলো’, ‘অব তক ছপ্পন-২’-এর মতো ছবিতে দেখা গিয়েছে তাঁকে। গুলের অভিনীত শেষ ছবি ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার ২’।

০৫ ১১
২০১৪ সালের লোকসভা নির্বাচনে আম আদমি পার্টি-র হয়ে তিনি চণ্ডীগড় থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। যদিও পরাজিত হন বিজেপি-র কিরণ খেরের কাছে। পাশাপাশি আরও বহু দিকে তিনি আগ্রহী। তিনি হাই ম্যারাথন রানার। বাইক নিয়ে পাগল। ঝড় তুলতে ভালবাসেন রেসিং ট্র্যাকে। স্বাস্থ্য সচেতন গুল সমাজসেবাতেও অগ্রণী। কাজ করেছেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার হয়ে।

২০১৪ সালের লোকসভা নির্বাচনে আম আদমি পার্টি-র হয়ে তিনি চণ্ডীগড় থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। যদিও পরাজিত হন বিজেপি-র কিরণ খেরের কাছে। পাশাপাশি আরও বহু দিকে তিনি আগ্রহী। তিনি হাই ম্যারাথন রানার। বাইক নিয়ে পাগল। ঝড় তুলতে ভালবাসেন রেসিং ট্র্যাকে। স্বাস্থ্য সচেতন গুল সমাজসেবাতেও অগ্রণী। কাজ করেছেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার হয়ে।

০৬ ১১
বহুমুখী কাজের মাঝেই বিয়ে ২০১১ সালে। দীর্ঘ দিনের বয়ফ্রেন্ড ঋষি আত্তারিকে। গুলের এক সময়ের সহপাঠী পেশায় পাইলট। তাঁদের বিয়ে হয়েছিল সাবেক শিখ ঘরানায়। তবে সেখানেও ছিল চমক। বর এবং বরযাত্রীরা এসেছিলেন রয়্যাল এনফিল্ড বাইকে।

বহুমুখী কাজের মাঝেই বিয়ে ২০১১ সালে। দীর্ঘ দিনের বয়ফ্রেন্ড ঋষি আত্তারিকে। গুলের এক সময়ের সহপাঠী পেশায় পাইলট। তাঁদের বিয়ে হয়েছিল সাবেক শিখ ঘরানায়। তবে সেখানেও ছিল চমক। বর এবং বরযাত্রীরা এসেছিলেন রয়্যাল এনফিল্ড বাইকে।

০৭ ১১
বিয়ের পরেও গুলের কাছে স্কাই ইজ দ্য লিমিট। তিনি বলেছেন, ভারতীয় নারীদের কাছে প্রচলিত ধারণা তিনি পাল্টাতে চান। বিশ্বাস করেন, বিয়ে মানেই একজন মহিলার কাছে সব শেষ নয়। বরং, বিয়ের পরে নতুন করে শুরুও হতে পারে। বিয়ের পরে স্বামীর পথে পা রাখলেন গুল। ২০১৬ সালে তিনি বিমান চালনার প্রশিক্ষণ লাভ করেন। এখন তিনিও একজন প্রশিক্ষিত পাইলট।

বিয়ের পরেও গুলের কাছে স্কাই ইজ দ্য লিমিট। তিনি বলেছেন, ভারতীয় নারীদের কাছে প্রচলিত ধারণা তিনি পাল্টাতে চান। বিশ্বাস করেন, বিয়ে মানেই একজন মহিলার কাছে সব শেষ নয়। বরং, বিয়ের পরে নতুন করে শুরুও হতে পারে। বিয়ের পরে স্বামীর পথে পা রাখলেন গুল। ২০১৬ সালে তিনি বিমান চালনার প্রশিক্ষণ লাভ করেন। এখন তিনিও একজন প্রশিক্ষিত পাইলট।

০৮ ১১
মাতৃত্বের দিক দিয়েও গুল ব্যতিক্রমী। তিরিশের পরে মা হওয়া কঠিন, এই ফর্মুলায় বিশ্বাসী নন তিনি। বরং মনে করেন, বিয়ের মতো মাতৃত্বও গুরুত্বপূর্ণ। তাই সে রকম সময়েই মা হওয়া উচিত, যখন সন্তানকে সম্পূর্ণ সময় দেওয়া যাবে। গত বছরের গোড়ায় প্রায় চল্লিশের কোঠার দোরগোড়ায় পৌঁছে নিহালের জন্ম দেন তিনি।

মাতৃত্বের দিক দিয়েও গুল ব্যতিক্রমী। তিরিশের পরে মা হওয়া কঠিন, এই ফর্মুলায় বিশ্বাসী নন তিনি। বরং মনে করেন, বিয়ের মতো মাতৃত্বও গুরুত্বপূর্ণ। তাই সে রকম সময়েই মা হওয়া উচিত, যখন সন্তানকে সম্পূর্ণ সময় দেওয়া যাবে। গত বছরের গোড়ায় প্রায় চল্লিশের কোঠার দোরগোড়ায় পৌঁছে নিহালের জন্ম দেন তিনি।

০৯ ১১
তার আগে সন্তান ধারণের সংবাদও সম্পূর্ণ গোপন রেখেছিলেন গুল। সোশ্যাল মিডিয়ায় সন্তানকে আনেন তার জন্মের ছ’মাস পরে। বলেছিলেন, তিনি এবং তাঁর স্বামী প্রাইভেসিকে গুরুত্ব দেন।

তার আগে সন্তান ধারণের সংবাদও সম্পূর্ণ গোপন রেখেছিলেন গুল। সোশ্যাল মিডিয়ায় সন্তানকে আনেন তার জন্মের ছ’মাস পরে। বলেছিলেন, তিনি এবং তাঁর স্বামী প্রাইভেসিকে গুরুত্ব দেন।

১০ ১১
এখন স্বামী ঋষি এবং ছেলে নিহালের ছবি প্রায়ই পোস্ট করেন গুল। জানিয়েছেন, নিহালের জন্মের পরে সুষম খাবার এবং ওয়ার্ক আউটের সাহায্যে দ্রুত বাড়তি ওজন ঝরিয়ে ফেলেছেন তিনি।

এখন স্বামী ঋষি এবং ছেলে নিহালের ছবি প্রায়ই পোস্ট করেন গুল। জানিয়েছেন, নিহালের জন্মের পরে সুষম খাবার এবং ওয়ার্ক আউটের সাহায্যে দ্রুত বাড়তি ওজন ঝরিয়ে ফেলেছেন তিনি।

১১ ১১
স্পষ্টবাদী গুল বিতর্কে জড়িয়েছিলেন অভিনেত্রী রেখাকে রাজ্যসভার সাংসদ করার প্রসঙ্গে। বলেছিলেন, রেখার প্রতি শ্রদ্ধাশীল হয়েও তিনি এই মনোনয়নের অর্থ খুঁজে পাচ্ছেন না। সচিন তেন্ডুলকরকে মনোনয়ন দেওয়ার যৌক্তিকতা আছে বলে অবশ্য মেনে নিয়েছিলেন। কিন্তু রেখাকে কেন রাজ্যসভার সাংসদ করা হল, সে বিষয়ে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলেছিলেন গুল পনাগ।

স্পষ্টবাদী গুল বিতর্কে জড়িয়েছিলেন অভিনেত্রী রেখাকে রাজ্যসভার সাংসদ করার প্রসঙ্গে। বলেছিলেন, রেখার প্রতি শ্রদ্ধাশীল হয়েও তিনি এই মনোনয়নের অর্থ খুঁজে পাচ্ছেন না। সচিন তেন্ডুলকরকে মনোনয়ন দেওয়ার যৌক্তিকতা আছে বলে অবশ্য মেনে নিয়েছিলেন। কিন্তু রেখাকে কেন রাজ্যসভার সাংসদ করা হল, সে বিষয়ে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলেছিলেন গুল পনাগ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE