‘ডোর’ ছবিতে স্বামীকে নিশ্চিত মৃত্যুমুখ থেকে ফিরিয়ে এনেছিলেন জিনাত। নতুন জীবন দিয়েছিলেন সই মীরাকেও। নিজের জীবনেও ঝুঁকি নিতে ভালবাসেন জিনাত, বাস্তবের গুল পনাগ। ছকভাঙা পথে উজান স্রোতে পাড়ি দেওয়াই বরাবরের পছন্দ প্রাক্তন ভারতসুন্দরীর। গুল শব্দের অর্থ সুগন্ধী ফুল। নিজের জীবনকে ফুলের মতোই সুবাসিত করে রেখেছেন তিনি। ছবি: সোশ্যাল মিডিয়া
গুল পনাগ কউরের জন্ম ১৯৭৯ সালের ৩ জানুয়ারি, চণ্ডীগড়ে। লেফটেন্যান্ট জেনারেল বাবার কাজের সূত্রে দেশবিদেশে ঘুরে বেড়াতে হয়েছে তাঁদের পরিবারকে। ভারত ও ভারতের বাইরে মোট ১৪টি স্কুলে পড়াশোনা করেছেন গুল। তার মধ্যে আছে লাদাখের লেহ শহরের কেন্দ্রীয় বিদ্যালয়ও। পরে তিনি পঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর করেন। তার পরের পড়াশোনা আমেরিকার ইলিনয়ের কেলগ স্কুল অব ম্যানেজমেন্টে।