শাহরুখ খান। ছবি: সংগৃহীত।
সলমন খানের পর এ বার হুমকি শাহরুখ খানকে। সম্প্রতি ৫৯-এ পা দিলেন বলিউডের বাদশাহ। গত দশ বছরে এই প্রথম বার নিজের জন্মদিনে অনুরাগীদের দেখা দেননি অভিনেতা। শুধু তাই নয়, মন্নতের সামনে দাঁড়াতে দেওয়া হয়নি অনুরাগীদের, ছিল পুলিশি কড়াকড়ি। অনেকেই বলেছিলেন নিরাপত্তার কারণেই নাকি দেখা দেননি বাদশা। তার পর দিন পাঁচেক কাটতে না কাটতেই ফোনে হুমকি পেলেন অভিনেতা। ছত্তীসগঢ়ের রায়পুর থেকে এল হুমকি ফোন— টাকা না দিলে নাকি নিস্তার পাবেন না শাহরুখ। ফায়জ়ান খান নামে এক ব্যক্তির হুমকি দেন বলে অভিযোগ।
ঘটনার পরই মুম্বই পুলিশ একটি মামলা দায়ের করেছে। ভারতীয় ন্যায় সংহিতার ৩০৮ এবং ৩৫১ ধারায় অভিযোগ দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ। সূত্রের খবর, ফোন নম্বরের সূত্র ধরে ওই ব্যক্তিকে শনাক্ত করে মুম্বই পুলিশ। ছত্তীসগঢ় পৌঁছে পুলিশ জানতে পারে ফায়জ়ান খান নামের যে ব্যক্তির ফোন থেকে হুমকি আসে তিনি পেশায় উকিল। গত ২ নভেম্বর ফোন খোয়া গিয়েছে বলে থানায় লিখিত অভিযোগও দায়ের করেন ফায়জ়ান। পুলিশের জিজ্ঞাসাবাদে ফায়জ়ান বলেন, ‘‘আমার ফোন চুরি হয়েছে ২ নভেম্বর সেখান থেকে অন্য কেউ এই হুমকি পাঠিয়েছে। মুম্বই পুলিশকেও সে কথা জানিয়েছি। যে দিন ফোন চুরি যায় সেই দিনই স্থানীয় থাকায় অভিযোগ জানিয়েছিলাম।’’
এ দিকে শাহরুখের কাছে যে হুমকি ফোন গিয়েছে, সেখানে প্রায় ৫০ লক্ষ টাকা দাবি করা হয়। সেই অর্থ দিলে তবেই নাকি ছাড় পাবেন বাদশা। তবে ফায়জ়ানকে জেরার পর ধন্দে পুলিশ। আসল হুমকি দিল কে?
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy