Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
Deepika Padukone Daughter

মেয়ের আরবি নাম রেখেছেন দীপিকা, দুয়ার তিন অক্ষরে রয়েছেন তিন জন তবু বঞ্চিত বাবা রণবীর!

দীপাবলির দিন দীপিকা দুনিয়ার সঙ্গে পরিচয় করিয়ে দেন কন্যা দুয়া পাড়ুকোন সিংহের। নামে রয়েছেন তিন নারীর আধিপত্য, কেন ব্রাত্য থাকলেন বাবা রণবীর?

Deepika Padukone’s daughter name dua inspired by actress mother and sister name

রণবীর সিংহ-দীপিকা পাড়ুকোন। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২৪ ২১:২৪
Share: Save:

মাসখানেক আগে জীবনের নতুন এক অধ্যায়ে প্রবেশ করেছেন অভিনেতা দম্পতি দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিংহ। ৮ সেপ্টেম্বর, মুম্বইয়ে ফুটফুটে এক কন্যাসন্তানের অভিভাবক হয়েছেন এই তারকা জুটি। বাড়িতে ‘লক্ষ্মী’ আগমনের খবর সমাজমাধ্যমে জানিয়েছিলেন রণবীর। তার পর থেকেই মেয়েকে নিয়ে নানা পোস্ট দিয়েছেন। কখনও তিনি জানিয়েছেন, সদ্যোজাত বাড়িতে থাকলে কী ভাবে দিন কাটে তাঁদের। কখনও জানিয়েছেন, একরত্তি সারাটা দিন কী ভাবে এক পায়ে দাঁড় করিয়ে রাখে মা দীপিকাকে। দীপাবলির দিন মেয়ের নাম প্রকাশ্যে আনেন অভিনেত্রী। দুনিয়ার সঙ্গে পরিচয় করিয়ে দেন দুয়া পাড়ুকোন সিংহের।

‘দুয়া’ আরবি শব্দ ‘দোয়া’ থেকেই এসেছে। যার আভিধানিক অর্থ হল প্রার্থনা। ক্ষেত্র বিশেষে শুভকামনা, শুভেচ্ছা বা আশীর্বাদের সমার্থক শব্দ হিসাবে ‘দোয়া’ শব্দটি ব্যবহার করা হয়। তবে কন্যার নাম কেন ‘দুয়া’ রাখা হল তার কারণও বুঝিয়ে দিয়েছেন দীপিকা। লিখেছেন, “দুয়া কথার অর্থ হল প্রার্থনা। সে আসলে আমাদের প্রার্থনার পুরস্কার। আমাদের হৃদয় ভালবাসা এবং কৃতজ্ঞতায় পরিপূর্ণ।” তবে গুঞ্জন শোনা যাচ্ছে, সাধারণত তারকারা বাবা ও মায়ের নাম মিলিয়ে সন্তানের নাম রাখেন। যেমনটা করেছেন অনুষ্কা শর্মা ও বিরটা কোহলি। মেয়ের নাম রেখেছেন ভামিকা, ছেলের নাম রেখেছেন অকায়। রণবীর ও আলিয়ার মেয়ের নাম রাহা। রানি মুখোপাধ্যায় ও আদিত্য চোপড়ার নাম মিলিয়ে মেয়ের নাম রাখা হয়েছে আদিরা। শাহিদ কপূর ও মীরা কপূরের মেয়ের নাম রাখা হয়েছে মিশা। তবে সে পথে হাঁটেননি রণবীর-দিপিকা। তাঁদের কন্যাসন্তানেরর নামে মায়ের দিকের আধিপত্য। দুয়া তিন শব্দের এই নামে প্রথম অক্ষর নাকি দীপিকার নামের আদ্যক্ষর, তার পর অভিনেত্রীর মা উজ্জ্বলার নামের প্রথম অক্ষর। এ হচ্ছে অভিনেত্রীর বোন অনিশা থেকে। যদিও রণবীর সিংহের মায়ের নামও অঞ্জু ভবনানি, সে ক্ষেত্রে অনেকের ধারণা শাশুড়িকেও রেখেছেন। তবু ব্রাত্য শুধু রণবীরই। কিন্তু কেন বাবার আদ্যক্ষর থাকল না মেয়ের নামে, সেই নিয়ে নানা মুনির নানা মত। যদিও বরাবরই জীবনের যে কোনও ক্ষেত্রেই সব সময় স্ত্রীকেই এগিয়ে রেখেছেন অভিনেতা। এমনকি দীপিকার সঙ্গে বিয়ের পর রণবীর নিজেকে রণবীর পাড়ুকোন সিংহ বলে পরিচয় দিতেন।

অন্য বিষয়গুলি:

Deepika Padukone Ranveer Singh Celeb Couple Starkid Baby girl
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy