Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
Salman Khan

সলমনের সঙ্গে ছবি করার সমস্যা কী? জানিয়ে দিলেন অভিনেতার পুরনো ছবির পরিচালক

সলমনের সঙ্গে অতীতে ছবি করেছেন। কিন্তু আর তাঁর সঙ্গে ছবি করতে নারাজ।

iamage of Salman Khan

সলমন খান। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১১ অগস্ট ২০২৪ ১৮:৫৬
Share: Save:

কোনও ছবিতে সলমন খানের উপস্থিতি বক্স অফিসে অনেকটাই এগিয়ে দেয়। সিংহ ভাগ পরিচালক সুপারস্টারদের নিয়ে ছবি করতে উৎসাহী। কিন্তু সলমনের সঙ্গে ছবি করতে গেলে অন্য সমস্যাও রয়েছে।

‘কাল হো না হো’ খ্যাত পরিচালক নিখিল আডবাণী সলমনের সঙ্গে একটি ছবি করেছেন। সে ছবির নাম ‘সালাম-এ-ইশ্‌ক’। সম্প্রতি, একটি সাক্ষাৎকারে পরিচালককে জিজ্ঞাসা করা হয়, সলমনের সঙ্গে তিনি খুব কম সংখ্যাক ছবি কেন করেছেন? নিখিল জানান, ছবির ব্যবসা ভাল না হলে সলমন রেগে যান। তাই তাঁর সঙ্গে ছবি করতে হলে বাড়তি প্রত্যাশা পূরণ করতে হয় পরিচালককে।

Salman Khan feels bad when his films make less than 300 crore says Nikkhil Advani

পরিচালক নিখিল আডবাণী। ছবি: সংগৃহীত।

নিখিল বলেন, “সলমন মানে বড় বাজেটের ছবি। ছবির ব্যবসা ৩০০ কোটির কম হলে তিনি খুবই দুঃখ পান।” এরই সঙ্গে নিখিল বলেন, “আমি এই চাপ নিতে চাই না। আমি আমার মতো ছবি করতে চাই। সলমনকে আমি পছন্দ করি। তিনি আমার ‘মসিহা’।”

সলমনের সঙ্গে ছবি করতে না চাইলেও, সলমন যে তাঁর জীবনে গুরুত্বপূর্ণ, সে কথাও স্পষ্ট করেছেন নিখিল। তিনি বলেন, “জানি বিপদে একবার ফোন করলেই তিনি হাজির হবেন। কিন্তু আমি ওই তিনশো বা চারশো কোটির দায়িত্ব নিতে চাই না।” স্বাধীনতা দিবসে মুক্তি পাচ্ছে নিখিলের পরবর্তী ছবি ‘বেদা’। ছবিতে রয়েছেন জন আব্রাহাম ও শর্বরী।

অন্য বিষয়গুলি:

Salman Khan Bollywood News Nikkhil Advani Veeda Bollywood Actor Director Box Office
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy