ঋতাভরী চক্রবর্তী ও হৃতিক রোশন।
রবিবার ঋতাভরী চক্রবর্তী তাঁর আগামী ছবি ‘ব্রোকেন ফ্রেম’-এর প্রথম পোস্টার প্রকাশ করলেন। রামকমল মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিতে মুম্বইয়ের অভিনেতা রোহিত রায়ের বিপরীতে দেখা যাবে ঋতাভরীকে। অভিনেত্রী সেই ছবি পোস্ট করে লিখলেন, ‘নেটমাধ্যমে এই ছবির পোস্টার প্রথম প্রকাশিত হয়েছে হৃতিক রোশনের হাত ধরে।’ অধিকাংশ নেটাগরিকের শুভেচ্ছা ও ভালবাসা পেলেন অভিনেত্রী। কিন্তু হৃতিক রোশনের নাম উল্লেখ করা নিয়ে সমালোচনার শিকার হলেন তিনি।
কেবল পোস্টারের ছবি নয়, ঋতাভরী তার সঙ্গে দিয়েছেন বলি তারকা হৃতিক রোশনের টুইটের ছবিও। যেখানে দেখা যাচ্ছে, রবিবার সকালে ‘ব্রোকেন ফ্রেম’-এর পোস্টার শেয়ার করেছেন ‘কোই মিল গয়া’-র অভিনেতা। সঙ্গে লিখেছেন, ‘আমার বন্ধু রোহিত অভিনীত, রামকমল মুখোপাধ্যায় পরিচালিত হিন্দি স্বল্পদৈর্ঘ্যের ছবি ‘ব্রোকেন ফ্রেম’ ইম্যাজিন ইন্ডিয়া মাদ্রিদ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে মনোনীত হয়েছে। শুভেচ্ছা বন্ধু। প্রেমের এই গল্পটি সবাই দেখুন।’
My friend Rohit’s latest Hindi short film Broken Frames directed by Ram Kamal has been selected at ImagineIndia Madrid International Film Festival. All the best buddy @rohitroy500
— Hrithik Roshan (@iHrithik) June 27, 2021
Do watch this love story. pic.twitter.com/jZFFTnjP26
বলি তারকার হাত ধরে প্রথম বার ছবির পোস্টার মুক্তি পাওয়ার খবর দিতে চেয়েছিলেন ঋতাভরী। কিন্তু তাঁর এই সুখবর সোজা চোখে নিলেন না একাধিক নেটাগরিক। হৃতিকের পোস্ট দেখে ঠাট্টা করার সুযোগ পেয়ে গেলেন তাঁরা। এক নেটাগরিক মশকরা করে লিখলেন, ‘হৃতিক কিন্তু আপনার নামোল্লেখ করেননি। বাকি সবার নাম লিখেছেন।’ অন্য এক জন আফসোস প্রকাশ করে লিখলেন, ‘তোমাকে অন্তত ট্যাগ করা উচিত ছিল হৃতিকের।’ কারও প্রশ্ন, ‘এখানে হৃত্বিকের কী ভূমিকা? বুঝলাম না।’ কেউ কেউ ঠাট্টা করে বললেন, ‘আদৌ হৃতিক এই ছবি দেখবেন কিনা সন্দেহ।’ কেউ আবার অভিনেত্রীর বিরুদ্ধে ‘দেখনদারি’ করার অভিযোগও তুললেন। এই একই কথা ঘুরিয়ে ফিরিয়ে একাধিক নেটাগরিক অভিনেত্রীর মন্তব্য বাক্সে এসে বলতে থাকলেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy