Advertisement
৩০ অক্টোবর ২০২৪
Rishi Kaushik

দেবযানীর সঙ্গে বিচ্ছেদের মাঝেই কোন নারীর প্রশংসায় পঞ্চমুখ ঋষি কৌশিক?

ঋষির করা ভিডিয়ো দেখে আইনি পদক্ষেপ করার কথা জানিয়েছেন দেবযানী। এর মাঝেই অবশ্য তিন নারীর প্রশংসায় পঞ্চমুখ অভিনেতা।

(বাঁ দিকে) ঋষি কৌশিক। দেবযানী চট্টোপাধ্যায় (ডান দিকে)।

(বাঁ দিকে) ঋষি কৌশিক। দেবযানী চট্টোপাধ্যায় (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০১ অগস্ট ২০২৪ ১৫:৩২
Share: Save:

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ঋষি কৌশিকের প্রায় ১২ বছরের দাম্পত্য দেবযানী চক্রবর্তীর সঙ্গে। তাঁদের সুখের সংসারেই নাকি চিড় ধরেছে। সম্প্রতি দেবযানীর নাম না করে একটি ভিডিয়ো প্রকাশ করেন ঋষি। সেখানে এক কাল্পনিক ছেলে ও একটি মেয়ের গল্প শোনান। এই গল্পের সঙ্গে ঋষি ও দেবযানীর প্রেম ও দাম্পত্যের মিল খুঁজে পেয়েছেন নেটাগরিকেরা। ঋষির এই ভিডিয়ো দেখে আইনি পদক্ষেপ করার কথা জানিয়েছেন দেবযানী। এর মাঝেই অবশ্য তিন নারীর প্রশংসায় পঞ্চমুখ অভিনেতা।

সংসারের টালমাটাল অবস্থার মধ্যেই সুখবর দিয়েছিলেন অভিনেতা। ফের একটি ভিডিয়ো পোস্ট করে নিজের নতুন কাজের কথা জানান তিনি। ঋষি সেই ভিডিয়োয় বলেন, “আশা করি, তোমরা খুব ভাল আছ। আমি খুব ভাল আছি। খুব শীঘ্রই আসতে চলেছে আমার নতুন কাজ। তোমরা সকলে আমার জন্য প্রার্থনা কর। তোমাদের জন্য রইল শুভকামনা। কাজটা কী এবং কাজটা কোথায় ও কবে আসছে, তা পরে বিশদে জানাব।” নতুন কাজের খবর দিতেই অন্য প্রশ্ন উঠছে নেটপাড়ায়। নেটাগরিকের একাংশের প্রশ্ন, তা হলে কি আসন্ন কাজের প্রচারের জন্যই পুরনো পোস্টগুলি করেছিলেন ঋষি? দাম্পত্যে দূরত্ব তৈরির ‘গল্প’ কি কেবলই প্রচারের কৌশল?

দাম্পত্য কলহের মাঝেই রাজস্থানে গিয়েছিলেন অভিনেতা তাঁর আাসন্ন কাজের জন্যে। যদিও কোন মাধ্যমের জন্য কাজটা করছেন, সেটা গোপনই রেখেছেন ঋষি। রাজস্থান থেকে ফেরার পথে তিন বিমানসেবিকার থেকে ছোট্ট কৃতজ্ঞতা প্রকাশক চিঠি পেয়েছেন অভিনেতা। তাঁরা ঋষিকে একটি চিরকুটে লিখে দেন, ‘‘আপনার মিষ্টি ব্যবহার মন ছুঁয়েছে আমাদের।আশা করছি আবার দেখা হবে আপনার সঙ্গে। নীচে তিন বিমানসেবিকার নাম।’’ পাল্টা ওই তিন বিমানসেবিকার পরিষেবা ও আপ্যায়নে মুগ্ধ হয়ে তাঁদের ধন্যবাদ জানিয়েছেন ঋষি নিজেই। তিনি লেখেন, “আপনাদের ব্যবহারে মুগ্ধ। ধন্যবাদ তিন জনকে এমন আতিথেয়তার জন্য।’’

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE