Advertisement
৩০ অক্টোবর ২০২৪
Shankar Chakraborty's Fake Death News

সাতসকালে শঙ্কর চক্রবর্তীর প্রয়াণের খবর, ফোন তুলে কী বললেন অভিনেতা?

স্ত্রী সোনালি চক্রবর্তীর মৃত্যুর পর থেকেই নাকি একাকিত্বে ভুগছেন অভিনেতা শঙ্কর চক্রবর্তী। বিক্রি করে দিতে চেয়েছিলেন বাড়ি, এর মাঝেই রটে গেল অভিনেতার মৃত্যুসংবাদ।

শঙ্কর চক্রবর্তী।

শঙ্কর চক্রবর্তী। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০১ অগস্ট ২০২৪ ১৩:১১
Share: Save:

বৃহস্পতিবার সকাল থেকে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে একটি খবর। অভিনেতা শঙ্কর চক্রবর্তীর প্রয়াত। ২০২২ সালের ৩১অক্টোবর অভিনেতা হারিয়েছেন স্ত্রী সোনালি চক্রবর্তীকে। দীর্ঘ দাম্পত্য জীবন, মৃত্যুই হল তাঁদের বিচ্ছেদের কারণ। তার পর থেকেই নাকি একাকিত্বে ভুগছেন অভিনেতা। এ বার শোনা যায় তাঁর নাকি মৃত্যু হয়েছে। যদিও আনন্দবাজার অনলাইনের ফোন তুলেই বললেন, ‘‘দিব্যি আছি।’’

স্ত্রী সোনালির মৃত্যুর পর থেকেই একা থাকেন বাড়িতে। একমাত্র মেয়ে থাকেন মুম্বইয়ে। ফলত একাকিত্ব যে একটা রয়েছে সে কথা নিজেই স্বীকার করছেন অভিনেতা। সম্প্রতি আনন্দবাজার অনলাইনকে দেওয়া সাক্ষাৎকারেই তিনি বলেন, “একমাত্র থিয়েটার আমাকে ভাল থাকতে সাহায্য করছে।” সোনালি চলে যাওয়ার পর খাওয়াদাওয়ার ঠিক ছিল না, এমনকি মদ্যপানও বাড়িয়ে দেন, সে কথা স্বীকার করেছেন শঙ্কর। এখন আবার খানিকটা স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন তিনি। তবে, সাক্ষাৎকারের মাঝেই সোনালির কথা বলতে গিয়ে চোখ ভিজে যায় তাঁর। এ সবের মাঝে শঙ্কর চক্রবর্তী নিজের মৃত্যুর খবর শুনে বলেন, ‘‘দিব্যি রয়েছি, ভালই তো আছি। ফোনের পর ফোন এসেই চলেছে! কী ভাবে এই গুজব ছড়াল বুঝতে পারছি না!’’ গুজব প্রসঙ্গে অভিনেতা বললেন, ‘‘আমার এখন সাক্ষাৎকার নেওয়ার এমন হিড়িক পড়েছে, যেন আমি মরে যাচ্ছি!’’

শঙ্কর আরও বলেন, ‘‘আমার বিভিন্ন সাক্ষাৎকারের অংশবিশেষের বিকৃতি ঘটিয়ে অন্যায্য দাবি করা হচ্ছে।’’ কথাপ্রসঙ্গেই উদাহরণ দিলেন অভিনেতা। বললেন, ‘‘হয়তো বলেছি বড় বাড়ির পরিবর্তে একটা ছোট ফ্ল্যাট হলে ভাল হত। দেখলাম বলা হচ্ছে, আমি নাকি বাড়ি বিক্রি করে দিতে চাই।’’ অন্য একটি ঘটনারও উল্লেখ করলেন তিনি। বললেন, ‘‘আমার মেয়ে মুম্বইয়ে থাকে কর্মসূত্রে। সেটাকে বলা হল বাবা-মেয়ের এখন কোনও বনিবনা নেই! এ বার আমার মৃত্যুর গুজবটাই শোনা বাকি ছিল!’’

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE