স্বস্তি পেলেন রিয়া চক্রবর্তী ও তাঁর গোটা পরিবার। আত্মহত্যাই করেছিলেন সুশান্ত সিংহ রাজপুত। শনিবার সিবিআই তাদের চূড়ান্ত রিপোর্টে এমনই জানিয়েছে আদালতে। তদন্তে খুন বা আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মতো বিষয় উঠে আসেনি বলে জানানো হয়েছে। তাই তদন্তে ইতি টেনে মুম্বইয়ের আদালতে রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। একই সঙ্গে রিয়া এবং তাঁর ভাইয়ের উপর থেকে যাবতীয় চার্জশিট তুলে নেওয়া হয়। আইনি ভাষায় ‘ক্লিন চিট’ দেওয়া হল রিয়া ও তাঁর গোটা পরিবারকে। তার পর থেকেই সমাজমাধ্যমে রিয়ার গুণগান শুরু হয়েছে। এমনকি যাঁরা একসময় অভিনেত্রীর শাস্তি চেয়ে সরব হয়েছিলেন তাঁরাও উল্টো কথা বলছেন।
আরও পড়ুন:
সপ্তাহের শুরুতেই বাবা ইন্দ্রিজৎ চক্রবর্তী ও ভাই শৌভিককে সঙ্গে নিয়ে রিয়া পৌঁছে গেলেন সিদ্ধিবিনায়ক মন্দিরে। যদিও এখন সংশোধনাগারের ভয় রয়ে গিয়েছে রিয়ার মনে!
সুশান্তের মৃত্যু-মামলা থেকে নিষ্কৃতি পাওয়ার পর প্রকাশ্যে এখন কোনও বিবৃতি দেননি অভিনেত্রী। রিয়ার ভাই অবশ্য ইনস্টাগ্রামে লেখেন, “সত্যের জয় হয়েছে।” নীরব রিয়া। সুশান্তের মৃত্যু রিয়ার অভিনয়জীবনে বড় প্রভাব ফেলেছে, তা বোঝাই যায়। তবু অভিনেত্রীকে এখন দেখা যাচ্ছে একটি রিয়্যালিটি শোয়ের প্রশিক্ষক হিসেবে। সেখানেই প্রতিযোগিতার মধ্যে একটি খেলায় দলনেতাদের খাঁচায় বন্ধ রাখার কথা রয়েছে চিত্রনাট্যে। সে সময়ই খানিক ভয় পেয়ে বলেন রিয়া, “আর জেলে যেতে চাই না।” সিবিআইয়ের ঘোষণার পর শনিবার থেকে রবিবার— এক রাতের মধ্যে সেই ‘খলনায়িকা’ এখন নেটাগরিকদের কাছে ‘নায়িকা’! রিয়ার কাছে লিখিত ক্ষমা চাওয়ার আর্জি জানিয়ে সরব হয়েছেন বলিউড তারকারা।