২০০৮ সাল থেকে ‘কলকাতা নাইট রাইডার্স’ দলের যৌথ মালিকানা শাহরুখ খান ও জুহি চাওলার। একসঙ্গে একটা নতুন পথে যখন তাঁরা চলতে শুরু করেন, তখন ক্রিকেট নিয়ে তেমন কোনও ধারণাই ছিল না দুই তারকার। শাহরুখের বাড়িতেই তৈরি হয়েছে ‘কলকাতা নাইট রাইডার্স’-এর গান। তাঁর পরিকল্পনামাফিকই কলকাতা দলের জার্সির রং হয়েছিল কালো ও সোনালি। কিন্তু মনটা খুঁত খুঁত করছিল জুহির, কালোকে অশুভ বলেই মনে করতেন অভিনেত্রী। যদিও শাহরুখ সে কথায় পাত্তা দেননি। কিন্তু শেষ পর্যন্ত জুহির কথাই মানতে হয় দলকে।
আরও পড়ুন:
‘লিভিং উইথ কেকেআর’ তথ্যচিত্রে জুহির স্বামী এবং সহ-মালিক জয় মেহতা জানান, তাঁদের মনে কী ভাবে এই কুসংস্কার দানা বাঁধে। বেশ কয়েক বছর আগে দক্ষিণ আফ্রিকায় দলের হারের পর, জুহি স্বামী জয়ের কাছে যান। জানান, কেকেআরের এই হারের জন্য কালো রংই দায়ী। জয় বলেন, ‘‘দক্ষিণ আফ্রিকা থেকে আমরা পরাজিত হয়ে ফেরার পর জুহি হঠাৎ আমাকে বলে, আমি কালো রং সম্পর্কে কুসংস্কারাচ্ছন্ন এবং আমার মনে হয় কালো রং কেকেআরের জন্য দুর্ভাগ্য ডেকে আনছে।’’ জয় স্বীকার করে নেন, সে সময় তিনি এবং শাহরুখ দু’জনেই জুহির কথা উড়িয়ে দিয়েছিলেন। বলেছিলেন, ‘‘যত্ত সব বাজে কথা!’’
যদিও নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন জুহি। তিনি বলেন, ‘‘কালো জার্সির ব্যাপারে আমার কিছু একটা মনে হয়েছিল। আমি ভাবছিলাম, এই রং দলের শক্তি বাড়াতে দিচ্ছে না। যখন পরিস্থিতি সত্যিই খারাপের দিকে এগোতে শুরু করে, তখন আমাকে এই বিষয়ে কঠোর সিদ্ধান্ত নিতেই হয়। আমি বলেছিলাম, ‘না, আমাদের রং বদলাতেই হবে, আর কালো নয়।’ ফলও মেলে।”
জুহির জেদের কাছে হার মানেন জয়, শাহরুখ। কেকেআর-এর জার্সি কালো থেকে বেগুনি হয়ে যায়। জুহির দাবি, তার পর থেকেই তাদের ভাগ্যও ধীরে ধীরে পরিবর্তিত হতে থাকে।