এই প্রথম রানিমার মুখোমুখি দিদি নম্বর ওয়ান। সাড়ে তিন বছরে প্রথম বার জি বাংলা পরিবারের দুই গুরুত্বপূর্ণ সদস্য একই পর্দায়। শুক্রবার বিকেল ৫টায় রানিমা, রানিমার মেয়ে, নাতি ও নাতজামাইয়ের সঙ্গে আড্ডা ও খেলায় মাতবেন সঞ্চালক রচনা বন্দ্যোপাধ্যায়। রানিমার পরিবারের চার সদস্যের মায়েরাও থাকবেন সঙ্গে। তাঁদের বাস্তব জীবনের সমস্ত রহস্য ও খুঁটিনাটির কথা জানা যাবে মায়েদের কাছ থেকে।
এর আগে ‘দিদি নম্বর ওয়ান’-এ রাসমণি পরিবারের অন্য সদস্যরা আলাদা করে এসেছিলেন। কিন্তু একসঙ্গে এই পরিবারকে কখনও দেখা যায়নি এই মঞ্চে। তার উপরে রানিমা দিতিপ্রিয়া রায় কখনওই জনপ্রিয় এই রিয়েলিটি শো-এ পা রাখেননি। তাই এ বারের মূল ট্যাগলাইন, ‘দিদি নম্বর ওয়ান-এ প্রথম বার করুণাময়ী রানি রাসমণি’।
প্রোমো-তে দেখা যাচ্ছে, হাসির ফোয়ারা ছুটছে যেন ‘দিদি নম্বর ওয়ান’-এর সেটে। ২০ সেকেন্ডের ভিডিয়োতে দিতিপ্রিয়াকে এক বারও রানিমার চরিত্র থেকে বাইরে বেরতে দেখা যাচ্ছে না। রানিমার ভাষায়, রানিমার উচ্চারণে কথা বলে সকলকে হাসাচ্ছেন তিনি। কালো-সাদা শাড়িতে খুব সুন্দর লাগছে দিতিপ্রিয়াকে। অন্য দিকে রানিমার মেয়ে দিয়া চক্রবর্তী গাঢ় সবুজ শাড়ি পরে রয়েছেন। চোখ সরছে না তাঁর দিক থেকেও। ময়ুরপঙ্খী রঙের পাঞ্জাবি পরে নাতি বিশ্বাবসু বিশ্বাস লক্ষ্মী ছেলের মতো নিজের মায়ের পাশে দাড়িয়ে। এ ছাড়া থাকবেন রানিমার নাতজামাই অমিতাভ দাস।

আরও পড়ুন: ৩ মাস পরে জিম শুরু নুসরতের, দিলেন ভালবাসার বার্তা