তরুণী অনুরাগিণী ছবি তুলতে এসেছিলেন। কিন্তু তাঁর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে চুমু খান বলিপাড়ার জনপ্রিয় গায়ক উদিত নারায়ণ। সেই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই সমালোচনার ঝড় বয়ে যায়। সম্প্রতি এক অনুষ্ঠানে নিজেকে ঘিরে থাকা চুমু-বিতর্ক নিয়ে মুখ খুললেন গায়ক। বিষয়টি সকলের সামনে হেসেখেলে উড়িয়ে দেন তিনি। চলতি মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘পিন্টু কি পাপ্পি’ নামের একটি হিন্দি ছবি। এই ছবিতে গান গেয়েছেন উদিত। সম্প্রতি সেই ছবির গানমুক্তির অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গায়ক। মঞ্চে মাইক হাতে দাঁড়িয়েছিলেন তিনি। মঞ্চের সামনে ছিল ছবিশিকারিদের ভিড়। সকল ক্যামেরার লেন্স তাক করা ছিল উদিতের দিকে। ছবির গান নিয়ে কথা বলার আগেই নিজের চুমু খাওয়া নিয়ে ঠাট্টা করতে শুরু করেন উদিত। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘পিঙ্কভিলা’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, মাইক হাতে উদিত বলছেন, ‘‘সিনেমার কী নাম রাখা হয়েছে! ছবির নামটুকু তো বদলে দেওয়া যেতে পারত। ‘পাপ্পি’ (চুমু) তো ঠিক রয়েছে। ‘পিন্টু কি পাপ্পি’। উদিতের ‘পাপ্পি’ তো নয়! একেবারেই কাকতালীয় ঘটনা। ছবিটি এই সময়েই মুক্তি পেতে হল!’’ চুমু খাওয়ার প্রসঙ্গে তিনি বলেন, ‘‘ভিডিয়োটি এখনকার নয়। এই ঘটনা দু’বছর আগেকার। অস্ট্রেলিয়ার একটি অনুষ্ঠানের। আপনারা যে আগ্রহভরে এত পুরনো ভিডিয়ো দেখেছেন তার জন্য ধন্যবাদ।’’ উদিতের কথা শুনে হেসে গড়িয়ে পড়লেন ছবিশিকারিরা। অনুষ্ঠান ভেসে উঠল হো হো রবে। সেখানেই ভিডিয়োটি শেষ হয়ে যায়।
মাসখানেক আগে ছড়িয়ে পড়া একটি ভিডিয়োয় দেখা যায়, এক অনুরাগিণী প্রিয় গায়কের সঙ্গে নিজস্বী তুলতে চাইছেন। নিজস্বী তোলার পর উদিতের গালে চুমু খান তিনি। কিন্তু তরুণীর ঠোঁটে ঠোঁট রেখে গভীর চুম্বন করে ফেলেন উদিত। সেই ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই রাতারাতি বিতর্কে জড়িয়ে পড়েছিলেন উদিত। জল অনেক দূর গড়িয়ে যাওয়ায় গায়ক যুক্তি দিয়েছিলেন, পুরোটাই খ্যাতির বিড়ম্বনা! আনন্দবাজার ডট কমকে উদিত বলেন, “এই ঘটনা কয়েক মাস আগের। কেন নতুন করে ভাইরাল করা হল, বুঝতে পারছি না। সম্ভবত কেউ আমাকে কলঙ্কিত করতেই বিষয়টি ঘটিয়েছেন।”
একটু থেমে হাসতে হাসতে যোগ করেছিলেন, “এতে শাপে বর হয়েছে। উল্টে আমার জনপ্রিয়তা আরও বেড়েছে। এই ঘটনা নতুন নয়। এর আগেও এ রকম হয়েছে। অনুরাগিণীকে চুম্বন করেছি। সবটাই জনপ্রিয়তার কারণে। অনেকের অনেক রকম আবদার থাকে। পূরণ করি, পূরণ করতে হয়। দর্শক-শ্রোতাদের জন্যই তো আমরা আছি। মঞ্চের আশপাশে অনেক সময় আমার স্ত্রী দীপা থাকেন, ছেলে আদিত্য থাকে। সে দিনও আদিত্য মঞ্চে ছিল। ওর সামনেই সব ঘটেছে। কিচ্ছু মনে করে না ওরা। আমার জনপ্রিয়তায় ওরা খুব খুশি। বিষয়টি কুৎসিত ভাবে দেখানোর চেষ্টা চলছে। আমাদের হাতের পাতায় এ ভাবে কত ভক্ত চুম্বন করেন। আমরাও করে থাকি। গালেও চুম্বন করা হয়। ঠোঁটে চুমু খাওয়া মানেই কিন্তু খারাপ নয়। এতে কোনও পাপ নেই।”