বিজয় রত্নাকর গুট্টে পরিচালিত ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’ ছবিটিকে নিয়ে এই মুহূর্তে দেশ জুড়ে তুমুল চর্চা চলছে। শুধু চর্চাই নয়, বিতর্ক তৈরি হয়েছে ছবিটিকে ঘিরে। দেশের বিভিন্ন প্রান্তে ছবিটির বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনও হচ্ছে।
সংবাদ সংস্থা
নয়াদিল্লিশেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০১৯ ১৩:৪৩
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১০৯
বিজয় রত্নাকর গুট্টে পরিচালিত ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’ ছবিটিকে নিয়ে এই মুহূর্তে দেশ জুড়ে তুমুল চর্চা চলছে। শুধু চর্চাই নয়, বিতর্ক তৈরি হয়েছে ছবিটিকে ঘিরে। দেশের বিভিন্ন প্রান্তে ছবিটির বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনও হচ্ছে।
০২০৯
ছবিতে এক জায়গায় প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীকেও দেখানো হয়েছে। বাজপেয়ীর চরিত্রে যাঁকে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁর সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া যাক।
০৩০৯
ছবিতে যিনি বাজপেয়ীর ভূমিকায় অভিনয় করেছেন তাঁর আসল নাম রাম অবতার ভরদ্বাজ।
০৪০৯
রাম অবতার পেশায় এক জন চা বিক্রেতা।
০৫০৯
সূত্রের খবর, ছবিতে বাজপেয়ীর ভূমিকায় অভিনয়ের জন্য ৫০ জনের অডিশন নেওয়া হয়। কিন্তু এঁদের মধ্যে কাউকেই পছন্দ হয়নি পরিচালকের।
০৬০৯
ফিল্মের শুটিংয়ের জন্য হাতে মাত্র তিন দিন সময় বেঁচে ছিল পরিচালক গুট্টের। বাজপেয়ীর ভূমিকায় অভিনিয়ের জন্য মনমতো লোকের খোঁজও মিলছিল না। ফলে চিন্তায় পড়ে গিয়েছিলেন পরিচালক।
০৭০৯
কাকে দিয়ে বাজপেয়ীর ভূমিকায় অভিনয় করানো যায়, এই চিন্তায় যখন মশগুল ছিলেন পরিচালক, তখনই তাঁর নজরে আসেন রাম অবতার। এর পর আর এক মুহূর্তও ভাবেননি গুট্টে। রাম অবতারকেই বাজপেয়ীর ভূমিকার জন্য বেছে নেন তিনি।
০৮০৯
রাম অবতার এক সাক্ষাত্কারে বলেন, “রাজনীতি সম্পর্কে আমার কোনও ধারণা নেই। কিন্তু লোকজন বলে আমি হাসলে নাকি প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর মতো দেখায়।”
০৯০৯
রাম অবতার এও জানান, অনেকেই তাঁকে অটলজি বলে ডাকে। আর এই নামে ডাক শুনতে শুনতে তাঁর একটা অভ্যাস হয়ে গিয়েছে। যখন ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাই মিনিস্টার’-এর শুটিং চলছিল তখন বহু মানুষ তাঁর সঙ্গে সেলফি নেওয়ার জন্য ভিড় জমাতেন, জানান রাম অবতার।