Advertisement
০৬ নভেম্বর ২০২৪
Accidental Prime Minister

অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টারে বাজপেয়ীর ভূমিকায় রয়েছেন এই চা বিক্রেতা, চেনেন এঁকে?

বিজয় রত্নাকর গুট্টে পরিচালিত ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’ ছবিটিকে নিয়ে এই মুহূর্তে দেশ জুড়ে তুমুল চর্চা চলছে। শুধু চর্চাই নয়, বিতর্ক তৈরি হয়েছে ছবিটিকে ঘিরে। দেশের বিভিন্ন প্রান্তে ছবিটির বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনও হচ্ছে।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০১৯ ১৩:৪৩
Share: Save:
০১ ০৯
বিজয় রত্নাকর গুট্টে পরিচালিত ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’ ছবিটিকে নিয়ে এই মুহূর্তে দেশ জুড়ে তুমুল চর্চা চলছে। শুধু চর্চাই নয়, বিতর্ক তৈরি হয়েছে ছবিটিকে ঘিরে। দেশের বিভিন্ন প্রান্তে ছবিটির বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনও হচ্ছে।

বিজয় রত্নাকর গুট্টে পরিচালিত ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’ ছবিটিকে নিয়ে এই মুহূর্তে দেশ জুড়ে তুমুল চর্চা চলছে। শুধু চর্চাই নয়, বিতর্ক তৈরি হয়েছে ছবিটিকে ঘিরে। দেশের বিভিন্ন প্রান্তে ছবিটির বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনও হচ্ছে।

০২ ০৯
ছবিতে এক জায়গায় প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীকেও দেখানো হয়েছে। বাজপেয়ীর চরিত্রে যাঁকে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁর সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া যাক।

ছবিতে এক জায়গায় প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীকেও দেখানো হয়েছে। বাজপেয়ীর চরিত্রে যাঁকে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁর সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া যাক।

০৩ ০৯
ছবিতে যিনি বাজপেয়ীর ভূমিকায় অভিনয় করেছেন তাঁর আসল নাম রাম অবতার ভরদ্বাজ।

ছবিতে যিনি বাজপেয়ীর ভূমিকায় অভিনয় করেছেন তাঁর আসল নাম রাম অবতার ভরদ্বাজ।

০৪ ০৯
রাম অবতার পেশায় এক জন চা বিক্রেতা।

রাম অবতার পেশায় এক জন চা বিক্রেতা।

০৫ ০৯
সূত্রের খবর, ছবিতে বাজপেয়ীর ভূমিকায় অভিনয়ের জন্য ৫০ জনের অডিশন নেওয়া হয়। কিন্তু এঁদের মধ্যে কাউকেই পছন্দ হয়নি পরিচালকের।

সূত্রের খবর, ছবিতে বাজপেয়ীর ভূমিকায় অভিনয়ের জন্য ৫০ জনের অডিশন নেওয়া হয়। কিন্তু এঁদের মধ্যে কাউকেই পছন্দ হয়নি পরিচালকের।

০৬ ০৯
ফিল্মের শুটিংয়ের জন্য হাতে মাত্র তিন দিন সময় বেঁচে ছিল পরিচালক গুট্টের। বাজপেয়ীর ভূমিকায় অভিনিয়ের জন্য মনমতো লোকের খোঁজও মিলছিল না। ফলে চিন্তায় পড়ে গিয়েছিলেন পরিচালক।

ফিল্মের শুটিংয়ের জন্য হাতে মাত্র তিন দিন সময় বেঁচে ছিল পরিচালক গুট্টের। বাজপেয়ীর ভূমিকায় অভিনিয়ের জন্য মনমতো লোকের খোঁজও মিলছিল না। ফলে চিন্তায় পড়ে গিয়েছিলেন পরিচালক।

০৭ ০৯
কাকে দিয়ে বাজপেয়ীর ভূমিকায় অভিনয় করানো যায়, এই চিন্তায় যখন মশগুল ছিলেন পরিচালক, তখনই তাঁর নজরে আসেন রাম অবতার। এর পর আর এক মুহূর্তও ভাবেননি গুট্টে। রাম অবতারকেই বাজপেয়ীর ভূমিকার জন্য বেছে নেন তিনি।

কাকে দিয়ে বাজপেয়ীর ভূমিকায় অভিনয় করানো যায়, এই চিন্তায় যখন মশগুল ছিলেন পরিচালক, তখনই তাঁর নজরে আসেন রাম অবতার। এর পর আর এক মুহূর্তও ভাবেননি গুট্টে। রাম অবতারকেই বাজপেয়ীর ভূমিকার জন্য বেছে নেন তিনি।

০৮ ০৯
রাম অবতার এক সাক্ষাত্কারে বলেন, “রাজনীতি সম্পর্কে আমার কোনও ধারণা নেই। কিন্তু লোকজন বলে আমি হাসলে নাকি প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর মতো দেখায়।”

রাম অবতার এক সাক্ষাত্কারে বলেন, “রাজনীতি সম্পর্কে আমার কোনও ধারণা নেই। কিন্তু লোকজন বলে আমি হাসলে নাকি প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর মতো দেখায়।”

০৯ ০৯
রাম অবতার এও জানান, অনেকেই তাঁকে অটলজি বলে ডাকে। আর এই নামে ডাক শুনতে শুনতে তাঁর একটা অভ্যাস হয়ে গিয়েছে। যখন ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাই মিনিস্টার’-এর শুটিং চলছিল তখন বহু মানুষ তাঁর সঙ্গে সেলফি নেওয়ার জন্য ভিড় জমাতেন, জানান রাম অবতার।

রাম অবতার এও জানান, অনেকেই তাঁকে অটলজি বলে ডাকে। আর এই নামে ডাক শুনতে শুনতে তাঁর একটা অভ্যাস হয়ে গিয়েছে। যখন ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাই মিনিস্টার’-এর শুটিং চলছিল তখন বহু মানুষ তাঁর সঙ্গে সেলফি নেওয়ার জন্য ভিড় জমাতেন, জানান রাম অবতার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE