প্রতিষ্ঠিত অভিনেতারাও নিরাপত্তাহীনতায় ভুগতে পারেন। ব্যক্তিভেদে তার ধরন আলাদা হয়। আর মাধবন দক্ষিণী ইন্ডাস্ট্রির পাশাপাশি বলিউডেও সময়ের সঙ্গে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তবুও অভিনেতা তাঁর নিরাপত্তাহীনতার কথা প্রকাশ্যে এনেছেন।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে মাধবন জানিয়েছেন, তিনি এখনও অর্থনৈতিক নিরাপত্তাহীনতায় ভোগেন। অভিনেতা বলেন, ‘‘ব্যাঙ্কে কত টাকা রয়েছে, তা নিয়ে আমি চিন্তায় থাকি। কারণ আমার কাছে কত টাকা আছে, আমি সেটা জানি না। জীবনযাপনের জন্য আমার কত টাকার প্রয়োজন, সেটাও জানি না।’’
আরও পড়ুন:
এই প্রসঙ্গেই অতিমারির সময়ে পরিবারের জন্য একটি জলযান কেনার প্রসঙ্গ তোলেন মাধবন। অভিনেতা জানান, কী ভাবে পড়াশোনা করে তিনি ক্যাপ্টেনের লাইসেন্স পেয়েছিলেন। এর আগেও অতীতে, মাধবনের স্ত্রী একাধিক সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে সংসারের খরচ সম্পর্কে তাঁর স্বামীর কোনও ধারণা নেই। অভিনেতা নিজেও বলেন, ‘‘খরচ নিয়ে আমার ধারণা নেই। কিন্তু যদি ভাল গাড়ি বা ভাল কিছু কিনতে গিয়ে তা আয়ত্তের বাইরে দেখি, তা হলে সেটা আমি কিনি না। এই ধরনের জিনিসপত্রের প্রতি এমনিতে আমার কোনও লোভ নেই।’’
সম্প্রতি ওটিটিতে মুক্তি পেয়েছে মাধবন অভিনীত ছবি ‘হিসাব বরাবর’। এই ছবিতে আর্থিক জালিয়াতির উপর আলোকপাত করা হয়েছে। খুব শীঘ্র মুক্তি পাবে অভিনেতার নতুন ছবি ‘আপ জ্যায়সা কোই’। এই ছবিতে তাঁর বিপরীতে রয়েছেন ফতিমা সানা শেখ। এছাড়াও তিনি ‘ধুরন্ধর’, ‘দে দে প্যার দে’ সহ আরও কয়েকটি ছবির শুটিং শুরু করবেন।