গত বছর লক্ষ্মী এসেছে দক্ষিণী ছবির মহাতারকা চিরঞ্জীবীর সংসারে। ঠাকুরদা হয়েছেন অভিনেতা। বিয়ের প্রায় ১১ বছর পর বাবা হয়েছেন অভিনেতা রাম চরণ। জন্মের পরই ঠাকুরদা চিরঞ্জীবী নাতনির নাম রাখেন ‘মেগা প্রিন্সেস’। তবু নাতনি হওয়ায় খুশি নন দাদু! চেয়েছিলেন নাতি হোক? বাড়িতে নাকি এত মেয়ে যে, ‘লেডিস হস্টেল’ মনে হয় তাঁর।
রাম চরণ মেয়ের নাম রেখেছেন ক্লিন কারা কোনিডেলা। মেয়ের নামকরণ অনুষ্ঠানের ছবি দিয়ে অভিনেতা লেখেন, ‘‘চেঞ্চু জনজাতির উপাস্যা বহুরম্যা দেবীর আশীর্বাদে আপনাদের সকলের সঙ্গে আমাদের কন্যা ক্লিন কারার পরিচয় করাচ্ছি।’’ অভিনেতা জানান, নামটি নেওয়া হয়েছে ‘ললিতা সহস্রনাম’ থেকে, যা ব্রহ্মাণ্ড পুরাণের একটি অংশ। এই নাম মানুষের মধ্যে আধ্যাত্মিক ভাব জাগ্রত করে, এটাই এর মাহাত্ম্য। নাতনির নাম রাখার নেপথ্যে ছিলেন দাদু চিরঞ্জীবী। কিন্তু তিনি নাকি মন থেকে চাননি নাতনি হোক। পুত্র রাম চরণকে নাকি বলে রেখেছিলেন, ‘এ বার বাড়িতে একটা ছেলে চাই’। সম্প্রতি এক সাক্ষাৎকারে চিরঞ্জীবী বলেন, ‘‘বাড়িতে এত মেয়ে, চারদিকে শুধুই নাতনি। বাড়ি ফিরলে মনে হয় লেডিস হস্টেলে আছি। তাই রাম চরণকে বলেছিলাম আমাদের পারিবারিক পরম্পরা বজায় রাখার জন্য একটা ছেলে চাই। কিন্তু ভয়ে ছিলাম মেয়েই হবে। যদিও নাতনি আমাদের চোখের মণি।’’
অভিনেতার এমন মন্তব্যে শোরগোল পড়েছে সমাজমাধ্যমে। কেউ তাঁকে প্রাচীনপন্থী তকমা দিয়েছেন, কেউ প্রশ্ন তুলেছেন লিঙ্গবৈষম্যমূলক মানসিকতা নিয়ে। যদিও এই মন্তব্যের পরে আর কোনও পাল্টা মতপ্রকাশ এখন পর্যন্ত করেননি চিরঞ্জীবী।