Advertisement
E-Paper

৫০০ কোটি টাকার সংগ্রহ তাঁদের যেন ‘বাম হাতের খেলা’! শাহরুখ, অল্লু ছাড়া আর কে তালিকায়?

একটি ছবির বক্স অফিস সাফল্যের পিছনে অনেকে থাকেন। তাঁদের মধ্যে অন্যতম হলেন ছবির নায়ক। দেখে নেওয়া যাক ৫০০ কোটির সীমা পেরিয়েছে কোন তারকাদের ছবি।

From Shah Rukh Khan to Allu Arjun actors who have films with 500 crore box office collection

শাহরুখ ও অল্লুর ছবি ছাড়িয়েছে ৫০০ কোটির সীমা। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৫ ১৮:৩৬
Share
Save

ছবির বক্স অফিস সংগ্রহই প্রাথমিক ভাবে বলে দেয় কোনও ছবি সফল কি না। বর্তমানে ভারতের কোনও ছবি ৫০০ কোটি টাকা সংগ্রহ করতে পারলেই তাকে ‘সুপারহিট’ তকমা দেওয়া হয়। তবে ৫০০ কোটির সীমা ছাড়ানো মোটেও সহজ নয়। একটি ছবির বক্স অফিস সাফল্যের পিছনে থাকে অনেক মানুষের পরিশ্রম। তাঁদের মধ্যে অন্যতম হলেন ছবির নায়ক। দেখে নেওয়া যাক ৫০০ কোটির সীমা পেরিয়েছে কোন তারকাদের ছবি।

১) প্রথমেই যাঁর নাম করা প্রয়োজন, তিনি শাহরুখ খান। সারা বিশ্বে ছড়িয়ে রয়েছে তাঁর অনুরাগী। তবে ২০১৮ সালে তাঁর ‘জ়িরো’ ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। তার পর দীর্ঘ দিন বলিউডে তাঁর কোনও ছবি মুক্তি পায়নি। ২০২৩-এ প্রত্যাবর্তন— ‘পাঠান’ বক্স অফিসে সফল হয়। ৫৪৩ কোটি টাকার ব্যবসা করেছিল ছবিটি। তবে সেই নজির ভেঙে দেয় শাহরুখেরই ‘জওয়ান’। এ ছবি ভারতে ৭৬১.৯৮ কোটি টাকার ব্যবসা করেছিল।

২) গত বছর বক্স অফিসে আলোড়ন ফেলেছিল ভৌতিক ছবি ‘স্ত্রী ২’। ছবিতে মূল চরিত্রে শ্রদ্ধা কপূর। তবে অভিনয়ে নজর কেড়েছিলেন নায়ক রাজকুমার রাও। ছবির গল্পেরও বিশেষ ভূমিকা রয়েছে এর সাফল্যের নেপথ্যে। ৫৭৭ কোটি টাকার ব্যবসা করেছিল এই ছবি।

৩) তুমুল সমালোচনার মুখে পড়েছিল রণবীর কপূরের ‘অ্যানিম্যাল’। একেবারে অন্য রকমের চরিত্রে দেখা গিয়েছিল রণবীরকে। ছবিটি ‘নারীবিদ্বেষী’ তকমা পেলেও বক্স অফিস সাফল্যে বাধা পায়নি। ভারতে এই ছবি ৬৬২.৩৩ কোটি টাকার ব্যবসা করেছিল।

৪) চলতি বছরে এখনও পর্যন্ত সবচেয়ে আলোচিত ছবি ভিকি কৌশলের ‘ছাওয়া’। ছত্রপতি সম্ভাজি মহারাজের চরিত্রে দেখা গিয়েছে ভিকিকে। এই ছবি নিয়ে বিতর্কও হয়েছে। তবে তাতে কোনও প্রভাব পড়েনি বক্স অফিস সংগ্রহে। ভারতে এই ছবি ৫১৯.৬ কোটি টাকার ব্যবসা ইতিমধ্যেই করে ফেলেছে। এখনও প্রেক্ষাগৃহে চলছে এই ছবি।

৫) ৫০০ কোটির বক্স অফিস সংগ্রহে উঠে আসে অল্লু অর্জুনের নাম। অল্লুর ‘পুষ্পা দ্য রাইজ়’ আলোড়ন ফেলেছিল বক্স অফিসে। এই ছবি ভারতে মোট ৫১৮ কোটি টাকার ব্যবসা করেছে। ছবির সিকুয়েলও পাল্লা দিয়েছে প্রথম ভাগের ছবির সঙ্গে।

blockbuster Shah Rukh Khan Allu Arjun Vicky Kaushal Ranbir Kapoor

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}