Advertisement
৩০ অক্টোবর ২০২৪
Entertainment News

প্রেমের ফাঁদে প্রিয়ঙ্কা চোপড়া! ধরা পড়লেন ক্যামেরায়

তিনি প্রিয়ঙ্কা চোপড়ার সহকর্মী। বিগত বেশ কয়েক মাস ধরে দু’জনে একসঙ্গে কাজ করছেন। অ্যাকশন বা ইন্টিমেট সিন—সবেতেই তাঁদের দু’জনের রসায়ন নজর কেড়েছে লক্ষ লক্ষ দর্শকের।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০১৬ ১১:১৫
Share: Save:

তিনি প্রিয়ঙ্কা চোপড়ার সহকর্মী। বিগত বেশ কয়েক মাস ধরে দু’জনে একসঙ্গে কাজ করছেন। অ্যাকশন বা ইন্টিমেট সিন—সবেতেই তাঁদের দু’জনের রসায়ন নজর কেড়েছে লক্ষ লক্ষ দর্শকের।

জেক ম্যাকলাফলিন। প্রিয়ঙ্কা-জেকের অন স্ক্রিন কেমিস্ট্রি ‘কোয়ান্টিকো’র সেশন ২-এর কিছু দৃশ্য ইতিমধ্যেই ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু এ বার দু’জনে ধরা পড়লেন ‘অফ ডিউটি’তে। দু’জনকে একসঙ্গে দেখা গিয়েছে একটি অচেনা এলাকায়, জঙ্গলে। ঠিক কী কারণে ওঁরা জঙ্গলে গিয়েছিলেন তা এখনও জানা যায়নি। তবে ‘কোয়ান্টিকো’র প্যারিশ আর বুথ ক্যামেরায় ধরা পড়েছেন বেশ খোশমেজাজেই। মার্কিন মুলুকে ব্যাপক চর্চিত এই জুটির সদ্য প্রকাশিত এই ‘অরণ্য অভিসার’-এর ছবিই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। তবে বলে রাখা ভাল, এ দৃশ্যটিও ক্যামেরা বন্দি করা হয়েছে ‘কোয়ান্টিকো সেশন ২’-এর জন্যই।

আরও পড়ুন, ভারতীয় ছবিতে হলিউডের ‘গড ফাদার’ আল পাচিনো!

এই সেই ছবি যা এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE