‘ভূতের রাজা’ হয়ে ফিরছেন পরান
কথা ছিল, শুক্রবার ঠিক বেলা বারোটায় ‘ভূতের রাজা’র দেখা মিলবে দক্ষিণ কলকাতার প্রথম সারির পানশালায়!
বিধি বাম। খোদ ‘ভূতের রাজা’ই অসুস্থ! তিনি আসতে পারবেন না। তিনটে কেন, একটি বরও দিতে পারবেন কাউকে! ভূতের রাজাকে প্রথম পর্দায় এনেছিলেন সত্যজিৎ রায়। একুশ শতকে অসৎকে সৎ মানুষে রূপান্তরিত করতে ফের দরকার ভূতের রাজাকে। কিন্তু এ বার সেই ভূমিকায় দেখা যাবে কাকে? টলিউড বলছে, প্রীতম সরকারের নতুন ছবি ‘সৎ ভূত অদ্ভুত’-এ এই বিশেষ ভূমিকায় হাজির হবেন পরান বন্দ্যোপাধ্যায়। সঙ্গে খরাজ মুখোপাধ্যায়, পার্থসারথি, প্রসূন গাইন, রাজু মজুমদার, পূজা সরকার, ইভলিনা চক্রবর্তী-সহ আরও চেনা মুখ।
প্রযোজক অরিন্দম চৌধুরীর এই ছবিরই ঘোষণা এ দিন। সবাই উপস্থিত থাকলেও থাকতে পারছেন না ‘ভূতের রাজা’ ওরফে পরান। আনন্দবাজার অনলাইনকে তিনি জানিয়েছেন, রেটিনায় সমস্যা নিয়ে গিয়েছিলেন হাসপাতালে। চিকিৎসকের পরামর্শ নিয়েছেন। আপাতত বিশ্রামে।
‘টনিক’-এর মুক্তির পর থেকেই পরান বন্দ্যোপাধ্যায় বাংলা ছবির জাদু কাঠি। তাঁর ছোঁয়ায় বাণিজ্য বৈতরণী পারের স্বপ্ন সব পরিচালক-প্রযোজকের চোখে। অভিনেতা স্বয়ং নিজেকে নিয়ে অসম্ভব পরীক্ষা-নিরীক্ষা করছেন। সে জন্যই কি এই বিশেষ চরিত্রে অভিনয় করতে রাজি হলেন? অভিনেতার দাবি, এই কারণ তাঁর মাথাতেও অবশ্যই কাজ করেছে। ‘‘একই সঙ্গে ছবির হাত ধরে সমাজকে একটি বার্তা দেওয়ারও চেষ্টা করছেন পরিচালক। সেটি আমার ভাল লেগেছে। তাই গল্প শোনার পরে আর না বলিনি’’, বক্তব্য বর্ষীয়ান অভিনেতার।
কেমন এই নতুন ছবির গল্প? পরিচালক প্রীতম জানিয়েছেন, ছবির কেন্দ্রে দুই বন্ধু বিল্টু ও রানা। পেশায় তারা চোর এবং টিকিট ব্ল্যাকার। এক দিন ধরা পড়ে বেধড়ক মার খায় দু’জনে। মনের দুঃখে এর পরেই শহর ছেড়ে আশ্রয় নেয় ঘন জঙ্গলে। সেখানেই দেখা ভূতের রাজার সঙ্গে। বদলে যায় তাদের জীবন। দু’টি অসৎ ছেলে রূপান্তরিত হয় সৎ মানুষে। জঙ্গলে সে রাতে তাদের সঙ্গে এমন কী ঘটেছিল? রহস্য লুকিয়ে ‘সৎ ভূত অদ্ভুত’ ছবিতে। পরান আরও জানিয়েছেন, ভূত সাজতে গিয়ে বিশেষ মুখোশ পরতে হবে তাঁকে। বাকি সময়ে তিনি মুখোশহীন সাধারণ মানুষ। সবার মধ্যে মিশে থাকবেন। কাজ করবেন অফিসে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy