আনন্দ পরিণত হয়েছে বিষাদে, নিমিষে। উপত্যকা জুড়ে এখন রাগ আর ক্ষোভ। গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে ২৫ জন পর্যটক-সহ ২৬ জনকে খুন করে জঙ্গিরা। এই ঘটনার পর থেকে দেশ জুড়ে চলছে প্রতিবাদ। ইতিমধ্যেই এই ঘটনার প্রভাব পড়েছে কাশ্মীরের পর্যটন শিল্পে। ভরা মরসুমে ফাঁকা পড়ে রয়েছে একের পর এক হোটেল। কাশ্মীর যাওয়ার উড়ানও যাত্রীহীন।
আরও পড়ুন:
জঙ্গিহানার ঘটনা যে কাশ্মীরের অর্থনীতিকে বড় ধাক্কা দিয়েছে, তা মানছেন অভিনেতা নওয়াজ়উদ্দিন সিদ্দিকি। যদিও এই সময় সকলকে ঐক্যবদ্ধ থাকার কথা বলেছেন অভিনেতা। শুধু তা-ই নয়, নিরীহ পর্যটকদের মৃত্যুতে যে ধর্মীয় বিভাজন শুরু হয়েছে, তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। পাশপাশি এমন কঠিন সময় সকলকে ঐক্যবদ্ধ থাকার কথাই বলেছেন অভিনেতা। নওয়াজ়ের কথায়, ‘‘অত্যন্ত লজ্জাজনক ঘটনা। নিন্দার ভাষা নেই। রাগ হচ্ছে, কষ্ট হচ্ছে। কাশ্মীরিরাও এমনই অনুভব করছেন। জানি, সরকার কাজ করছে, বিচার একদিন হবেই। কিন্তু যা ঘটেছে, তা এতটাই কষ্টকর যে ভোলা যাচ্ছে না। ধিক্কার হত্যাকারীদের!”
এই ঘটনায় কাশ্মীরিদের জীবিকার উপর যে সরাসরি প্রভাব পড়েছে সেই প্রেক্ষিতে অভিনেতা বলেন, ‘‘কাশ্মীরিদের ক্ষোভের আর একটি বড় কারণ, তাঁদের অতিথি অর্থাৎ পর্যটকদের উপর এই হামলা ঘটেছে। তাঁরা ভীষণ অতিথিপরায়ণ। অর্থের চেয়েও তাঁদের কাছে বড় আতিথেয়তা। আমি তাঁদের চোখে ভালবাসা দেখেছি। শুধু আমি কেন? যাঁরাই কাশ্মীর বেড়াতে গিয়েছেন, কাশ্মীরিদের প্রশংসা করেছেন। হামলার পর সেখানকার পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত সকলে বারবার বলছেন, তাঁদের মাটিতে, তাঁদের ঘরে কী করে এমনটা ঘটল? কাশ্মীরিরা রাগে ফুঁসছেন।”