উরি সেনাঘাঁটিতে জঙ্গি হামলার পরে ভারতের ছবিতে পাক শিল্পীদের কাজ করা নিয়ে ফতোয়া জারি করেছিল বলিউড ইন্ডাস্ট্রির একাংশ এবং কিছু রাজনৈতিক দল। পাকিস্তানেও সাময়িক ভাবে বন্ধ হয়ে যায় ভারতীয় ছবি দেখানো। প্রদর্শক-হলমালিকরাই সেই সিদ্ধান্ত নিয়েছিলেন। ডিসেম্বর মাসে হিন্দি ছবি ফ্রিকি আলি দেখিয়ে আবার দরজা খোলেন তাঁরা। এ বার পাকিস্তান সরকারের তরফেই জানিয়ে দেওয়া হল, ভারতীয় ছবি দেখানোয় কোনও বাধা নেই।
ঘটনা হল, গত অক্টোবর মাসের পর শুধু ছবিই নয়, পাকিস্তানে ভারতীয় চ্যানেলগুলির সম্প্রচারও বন্ধ রাখা হয়েছিল। পাকিস্তানের ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি এই সিদ্ধান্ত নেয়। কিন্তু ভারতীয় ছবি এবং টিভি বন্ধ করে কী লাভ বা ক্ষতি হচ্ছে, তা খতিয়ে দেখতে একটি কমিটি গড়েন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। সেই কমিটি দরজা খোলার পক্ষেই মত দিয়েছে।
রবিবার পাকিস্তানের তথ্য প্রতিমন্ত্রী মরিয়াম আওরঙ্গজেব তাই বিবৃতি দিয়ে বলেছেন, ভারতীয় ছবি পাকিস্তানে দেখানোর নীতি বদলাবে না সরকার।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy