‘দ্য কেরালা স্টোরি’ ছবিতে অভিনয় করে বিতর্কে পড়েছিলেন অদা শর্মা। সুদীপ্ত সেন পরিচালিত এই ছবির রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। এমন অভিযোগও উঠেছে এই ছবির বিরুদ্ধে। দক্ষিণপন্থী মনোভাব নিয়ে এই ছবি তৈরি বলেও দাবি উঠেছিল। তাই কটাক্ষের শিকার হতে হয় অদাকেও। তিনিও পদ্ম শিবিরের অনুগামী বলেও অনেকে দাবি করেছিলেন। এ বার সেই অদা পহেলগাঁও নিয়ে প্রতিক্রিয়া দিলেন।
নিজের সমাজমাধ্যমে পহেলগাঁও কাণ্ড নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি অভিনেত্রী। কিন্তু ছবিশিকারিরা তাঁকে দেখতেই এই বিষয়ে প্রশ্ন করেন। প্রথমে কোনও মন্তব্য করতে চাননি অদা। অবশেষে তিনি ছবিশিকারিদের বলেন, “এই ধরনের হামলা সত্যিই খারাপ। কিন্তু এই নিয়ে আমি কিছু বললেই লোকে বলবে আমার রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে।”
‘দ্য কেরালা স্টোরি’ মুক্তির পরই ‘প্রোপাগান্ডা ছবি’-র তকমা পেয়েছিল। সেই সূত্র ধরেই অদা এই মন্তব্য করেছেন বলে অনুমান নেটাগরিকের।
আরও পড়ুন:
উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে কয়েক মুহূর্তে মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে কাশ্মীর। তার পর থেকেই গোটা দেশ ত্রস্ত। কাশ্মীরে বেড়াতে গিয়েছিলেন পর্যটকেরা। কল্পনাও করেননি জঙ্গিদের মুখোমুখি হতে হবে। ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ২৮ জনের। প্রশ্ন উঠছে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়েই। ইতিমধ্যে ঘটনার দায় স্বীকার করেছে লশকর-এ-ত্যায়বা। তাই প্রশ্নের মুখে পাকিস্তান। কিন্তু মর্মান্তিক ঘটনার নিন্দা করেছেন সে দেশের তারকারাও।