ভারত-পাকিস্তান কথা উঠলে অনেক সময়েই তাঁদের শুনতে হয়েছে, ‘‘যুদ্ধে কোন দিকে?’’ কাশ্মীরে জঙ্গিদের গুলিতে সেই বাড়ির ছেলে ঝন্টু আলি শেখের মৃত্যুতে কাঁদতে কাঁদতে বাবার জবাব, ‘‘এ বার প্রমাণ হল তো!’’
পহেলগাঁও-কাণ্ড নিয়ে শোরগোলের আবহে জম্মু-কাশ্মীরের উধমপুরে জঙ্গিদের গুলিতে মৃত্যু হয়েছে সেনা জওয়ান ঝন্টুর। ৬ প্যারা এসএফ-এ কর্মরত ছিলেন তিনি। বৃহস্পতিবার দুপুরে ঝন্টুর মৃত্যুর খবর পৌঁছোতেই কান্নার রোল নদিয়ার তেহট্টের বাড়িতে। ছেলের ছবি বুকে আঁকড়ে ধরে মা আকালি বিবি এবং বাবা সাবুর আলি দু’জনেই বলছিলেন, ‘‘ছেলে মরে প্রমাণ করল, আমরা কোন দিকে!’’
তেহট্টের পাথরঘাটা গ্রামে থাকেন সাবুর-আকালিরা। তাঁদের বাড়ি থেকে বাংলাদেশ সীমান্ত মেরেকেটে চার কিলোমিটার দূরে। সীমান্তে বন্দুক কাঁধে জওয়ানের পায়চারি দেখেই বড় হয়ে ওঠা ঝন্টুর। সাবুর জানান, তখন থেকেই জওয়ান হওয়ার স্বপ্ন দেখতেন ছোট ছেলে। আন্দুলিয়া উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা শেষ করে ঝন্টু ভর্তি হয়েছিলেন বেতাইয়ের বিআর অম্বেডকর কলেজে। সেখানে স্নাতক শেষ করার পরেই ভারতীয় সেনায় যোগদান। তবে শুধু ঝন্টু একাই নন, তাঁর দাদা এবং বৌদিও ভারতীয় সেনায় রয়েছেন। সেই বৌদি অনিন্দিতা শেখও কাশ্মীরে কর্মরত। বৃহস্পতিবার তিনিই বাড়িতে ফোন করে জানিয়েছিলেন, ‘‘ছোট ভাই আর নেই!’’
ঝন্টুও বিবাহিত। স্ত্রী ঝুমা এবং তাঁদের দুই সন্তান তনভির এবং রেহানা থাকেন আগ্রার সেনা ক্যান্টনমেন্টে। স্বামীর মৃত্যুর খবর শুনে সেখান থেকে তাঁরা দিল্লির উদ্দেশে রওনা দিয়েছেন বলে জানিয়েছে পরিবার।
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
‘ভয়ঙ্কর পরিস্থিতি’! ভারতের ব্রহ্মস হানা নিয়ে নিজেদের শঙ্কার কথা প্রকাশ করলেন পাকিস্তানি প্রধানমন্ত্রীর উপদেষ্টা
-
পহেলগাঁও কাণ্ডের পরে ‘কোপ’ পড়েছিল, সেই সব পাকিস্তানি ইউটিউব চ্যানেল, ইনস্টাগ্রামের উপর থেকে সরছে নিষেধাজ্ঞা
-
সিন্ধু চুক্তি নিয়ে পাকিস্তান থেকে পর পর চিঠি, ভারত কি অবস্থান বদলাবে? উত্তর দিলেন জলশক্তিমন্ত্রী
-
প্রতিরক্ষায় কতটা দক্ষ ভারত? সংঘাতের পর গোয়েন্দা তথ্য নয়াদিল্লির আর এক ‘শত্রু’ দেশে পাঠিয়ে দিয়েছে পাকিস্তান!
-
ভারত নিয়ে ফোনে আলোচনা পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং সৌদির যুবরাজের! কী কথা হল? কী বললেন শাহবাজ়