বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন পুরস্কার প্রাপকদের একটা বড় অংশ।
৬৫তম জাতীয় চলচ্চিত্র উত্সবের পুরস্কার প্রদান ঘিরে বিতর্ক। জানা গিয়েছে, ওই অনুষ্ঠানে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ মাত্র এক ঘণ্টার জন্য উপস্থিত থাকবেন। সে কারণে মাত্র ১১ জন প্রাপকের হাতে তিনি নিজে পুরস্কার তুলে দিতে পারবেন। বাকিদের হাতে পুরস্কার তুলে দেবেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী স্মৃতি ইরানি। এই সিদ্ধান্তের জেরে ওই অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন ৬০জনেরও বেশি প্রাপক।
বুধবার সন্ধ্যায় দিল্লির বিজ্ঞান ভবনে ফাইনাল রিহার্সালের সময় এই খবর পান পুরস্কার প্রাপকরা। বৃহস্পতিবার বিকেলে জাতীয় পুরস্কার প্রাপকদের হাতে পুরস্কার তুলে দেওয়ার কথা ছিল রাষ্ট্রপতির। তার পরই বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন পুরস্কার প্রাপকদের একটা বড় অংশ।
রাষ্ট্রপতি ভবনের মিডিয়া মুখপাত্র অশোক মালিক বলেন, ‘‘সব পুরস্কার প্রদান অনুষ্ঠানেই রাষ্ট্রপতি উপস্থিত থাকেন। উনি বড় পুরস্কারগুলো দেন। প্রাপকদের সঙ্গে ছবি তোলা হয়। এটাই সাধারণ নিয়ম। উদ্যোক্তাদের সেটাই আগে থেকে জানানো হয়েছে।’’ অশোক আরও জানিয়েছেন, পুরস্কার প্রাপকের তালিকা দীর্ঘ। তাই সকলের হাতে পুরস্কার তুলে দেওয়া রাষ্ট্রপতির পক্ষে সম্ভব নয়। যদিও গত বছর প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় জাতীয় পুরস্কার প্রাপকদের প্রত্যেকতে নিজের হাতে পুরস্কার তুলে দিয়েছিলেন।
আরও পড়ুন, আমি রণবীরের বিষয়ে খুবই প্রোটেকটিভ, বললেন দীপিকা
নাম প্রকাশে অনিচ্ছুক পুরস্কার প্রাপকদের তালিকায় থাকা এক পরিচালক বিষয়টিকে অসম্মানজনক হিসেবে ব্যখ্যা করেন। তাঁর কথায়, ‘‘আমাদের প্রথমে জানানো হয়েছিল রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার পাব। আমাদের সঙ্গে পরিবারের সদস্যরাও এসেছেন। কিন্তু এখন বলা হচ্ছে মাত্র ১১ জন রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার পাবেন।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy