বিভিন্ন বিষয় নিয়ে স্পষ্ট মতামত রাখেন স্বরা ভাস্কর। এর জন্য একাধিক বিতর্কেও পড়তে হয়েছে অভিনেত্রীকে। বর্তমানে কুণাল কামরাকে নিয়ে বিতর্ক তুঙ্গে। শিবসেনা নেতা একনাথ শিন্দেকে ‘গদ্দার’ বলে এক অনুষ্ঠানে কটাক্ষ করেন কুণাল। কৌতুকশিল্পীর এই মন্তব্যের জেরে ভাঙচুর চালিয়েছেন শিবসেনার সদস্যেরা। এই বিতর্কে এ বার জড়িয়ে গেল স্বরার নাম।
সমাজমাধ্যমে একটি পোস্ট ছড়িয়ে পড়ে স্বরার নামে। পোস্টের প্রতিচ্ছবি (স্ক্রিনশট) দেখা যাচ্ছে, স্বরা একনাথ শিন্দেকে দোষারোপ করছেন এবং কুণালের বাক্স্বাধীনতার জন্য প্রশ্ন তুলেছেন। স্বরার নাম করে লেখা হয়েছে, “কুণালের অনুষ্ঠানে শিল্প রয়েছে। অন্য দিকে শিন্দের সমর্থকরা এই ভাঙচুরের জন্য দায়ী।” এই পোস্ট ছড়িয়ে পড়তেই কটাক্ষ ধেয়ে আসে স্বরার দিকে। কিন্তু অভিনেত্রীর দাবি, এটি তাঁর পোস্ট নয়। তাঁর নাম ব্যবহার করে প্রযুক্তির মাধ্যমে প্রতিচ্ছবি তৈরি করা হয়েছে। সেগুলিই ছড়িয়ে দেওয়া হয়েছে সমাজমাধ্যমে।
আরও পড়ুন:
এ ছাড়াও আরও একটি ভুয়ো প্রতিচ্ছবি ছড়ানো হয়েছে বলে দাবি স্বরার। সেখানে দেখা যাচ্ছে, স্বরা ‘ছাওয়া’ ছবিটির নিন্দা করেছেন। অভিনেত্রীর বক্তব্য, “দু’টি পোস্টই দক্ষিণপন্থীরা ছড়িয়ে বেড়াচ্ছে। দু’টি পোস্টই ভুয়ো। আমি এই সব পোস্ট করিনি। দয়া করে তথ্যগুলি যাচাই করে নিন।” নিন্দকদের প্রতি স্বরার পাল্টা কটাক্ষ, “দক্ষিণপন্থীরা যে কাজটা সবচেয়ে ভাল করে, সেই কাজটাই আবার করতে শুরু করেছে। এরা ভুয়ো ছবি ও তথ্য ছড়িয়ে বেড়ায়।”
স্বরার অনুরাগীরাও দাবি করেছেন, এই দু’টি পোস্টই সম্পূর্ণ মিথ্যে। একটিও অভিনেত্রীর নিজের মন্তব্য নয়। এক অনুরাগীর কথায়, “চিন্তা করার দরকার নেই। সত্যিটা সকলেই জানে। স্বরা, দেশ আপনার পাশেই রয়েছে।”