ফোন নিয়ে বিপাকে মিমি
সাত হাজার ছবি, ৫০০ ভিডিয়ো উধাও ফোন থেকে! মাসের পর মাস ধরে জমানো স্মৃতিগুলি পুনরুদ্ধারের চেষ্টায় কোনও ত্রুটি রাখেননি তিনি। তাতেও কুল পেলেন না সাংসদ-অভিনেত্রী মিমি চক্রবর্তী। বাধ্য হয়ে টুইটারে সেই ফোন প্রস্তুতকারক সংস্থার বিরুদ্ধে অভিযোগ জানালেন তিনি।
মিমি লিখলেন, ‘সাত হাজার ছবি, ৫০০ ভিডিয়ো মুছে গিয়েছে! সব হারিয়ে গেল। আমি কী করব বুঝতে পারছি না! কাঁদব চিৎকার করে? পুনরুদ্ধারের সমস্ত রকম চেষ্টা করে দেখেছি। কোনও সাহায্য পাইনি।’ তার পরে সংস্থার নাম উল্লেখ করে লিখেছেন, ‘জঘন্য ঘটনা এটা’।
7000 pictures
— Mimssi (@mimichakraborty) November 17, 2021
500 videos
All got deleted from gallery i don’t know what to do cry or cry out loud.
PS: All methods to revive tried nd done didn’t help @Apple @iPhone_News
I feel disgusted @AppleSupport
মিমি জানিয়েছেন, এমন অনেকে আছে, যাদের ছবি শুধুমাত্র ওই ফোনেই রাখা ছিল। তাদের অনেকেই এখন আর পৃথিবীতে নেই। ওইটুকুই ছিল স্মৃতি হিসেবে। মিমির মন অত্যন্ত খারাপ।
মাস কয়েক আগে নতুন ফোন কেনার পর ফোনের ছবি দিয়েছিলেন মিমি। একের পর এক ছবি তুলেছেন সেই ফোন থেকে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy