নুসরতের অতিথি-তালিকা থেকে কেন বাদ পড়লেন মিমি
আড্ডায় নুসরত জাহান। জনসমক্ষে। কথা বলবেন ঘনিষ্ঠদের সঙ্গে। সকলের কাছেই স্পষ্ট হবে সম্পর্কগুলির সমীকরণ। তালিকায় যশ দাশগুপ্ত, ঋতাভরী চক্রবর্তী, মদন মিত্র, তনুশ্রী চক্রবর্তী, দ্য বং গাই (কিরণ দত্ত)। নেই শুধু এক জন।
স্বামী- যশ। বন্ধু- তনুশ্রী। পাতানো বোন- ঋতাভরী। দাদা- মদন। অতিথিদের তালিকায় আছেন কাছের মানুষরা। তা হলে বাদ গেলেন কে?
তাঁর সঙ্গে নুসরতের সম্পর্ক কেবল ‘টলিপাড়ার সহকর্মী’ নয়। তাঁরা একে অপরের ‘বোনুয়া’। টলিউডের আর এক সাংসদ-অভিনেত্রী মিমি চক্রবর্তী। রাজনীতির ময়দানে পা রেখেছেন হাত ধরাধরি করে। বাংলা ছবির পর্দাও ভাগ করে নিয়েছেন একাধিক বার। নেটমাধ্যমের পর্দাতেও একসঙ্গে দেখা দিয়েছেন মাঝে মাঝে। কিন্তু সে সব এখন অতীত। তাঁদের একসঙ্গে দেখা যায় না।
এর আগে একাধিক বার টলিপাড়ায় গুঞ্জন ছিল, দু’জনের সম্পর্কের তাল কেটেছে। কারণ অস্পষ্ট। সেই গুঞ্জনেই কি সিলমোহর দিলেন নুসরত? অতিথির তালিকায় তাঁর ‘বোনুয়া’র নাম নেই কেন? খ্যাতনামী ঘনিষ্ঠদের মধ্যে কি মিমি নেই? আগে তো নিজেদের সম্পর্ক নিয়ে খুল্লমখুল্লা কথা বলতেন তাঁরা।
নুসরত যখন অন্তঃসত্ত্বা, তখন একাধিক বার রান্না পাঠিয়েছিলেন মিমি। নুসরতের একরত্তি ঈশানের জন্য উপহার পাঠিয়েছিলেন মিমির সহকারী। অথচ কিছু দিন আগে নুসরতের সাধের অনুষ্ঠানে দেখা যায়নি মিমিকে। নুসরতের সঙ্গী ছিলেন তনুশ্রী এবং শ্রাবন্তী। ইদানীং আগের মতো একে অন্যের সম্পর্কে কথা বলতেও বিশেষ দেখা যায় না। তা জনসমক্ষেই হোক বা ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারে।
সুদেষ্ণা রায় এবং অভিজিৎ গুহর ‘জয়কালী কলকাত্তেওয়ালি’র সৌজন্যে আলাপ নুসরত আর সুস্মিতা চট্টোপাধ্যায়ের। আনন্দবাজার অনলাইনকে সুস্মিতা আগেই বলেছিলেন, ‘‘আমিও নুসরতদির ছোট বোনের মতোই।” অন্য দিকে নুসরতকে ‘বোনিলা’ বলে ডাকেন ঋতাভরী। ঋতাভরী কি তবে মিমির জায়গা নিলেন?
অন্য দিকে মিমি-পার্নোর বন্ধুত্বের স্পষ্ট আভাস পাচ্ছে টলিপাড়া। কখনও তাঁরা গোয়া-ভ্রমণে যাচ্ছেন। কখনও বা একে অপরকে আম পাঠাচ্ছেন। এ সবই দুই নায়িকার ইনস্টাগ্রামের সৌজন্যে প্রকাশ্যে এসেছে। পার্নোর জন্মদিনের ঘরোয়া পার্টিতে মিমি এবং অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়কে দেখা গিয়েছিল।
সব মিলিয়েই প্রশ্ন জাগছে, নুসরতের জীবনে কি নতুন ‘বোনুয়া’ এলেন? সুস্মিতা এবং ঋতাভরীর প্রতি নুসরতের স্নেহ কি সে দিকেই ইঙ্গিত করছে? নাকি মিমির বদলে কাছাকাছি এসে গিয়েছেন পার্নো?
প্রশ্নগুলি সহজ। উত্তরও কি জানা?
সে সব সময় বলবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy