Advertisement
০৮ নভেম্বর ২০২৪
Pandab Goyenda

শেষ হচ্ছে ‘পাণ্ডব গোয়েন্দা’, ‘বাবলু আর তার বাহিনী বড় পর্দার উপযুক্ত’ দাবি শিবাজি পাঁজার

শুরু হওয়ার আগে থেকেই নানা কারণে তুমুল আলোড়ন সৃষ্টি করেছিল এই ধারাবাহিক।

মাত্র ১৫৯ পর্বের পরেই ফুরিয়ে যাচ্ছে বাবলু, বাচ্চু, বিলু, ভোম্বল, বিচ্ছুর পথ চলা।

মাত্র ১৫৯ পর্বের পরেই ফুরিয়ে যাচ্ছে বাবলু, বাচ্চু, বিলু, ভোম্বল, বিচ্ছুর পথ চলা।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২১ ১৪:১৭
Share: Save:

শেষ হয়ে যাচ্ছে জি বাংলার ‘পাণ্ডব গোয়েন্দা’। দর্শক রেটিং কম। তাই মাত্র ১৫৯ পর্বের পরেই ফুরিয়ে যাচ্ছে বাবলু, বাচ্চু, বিলু, ভোম্বল, বিচ্ছুর পথ চলা। খবর ছড়াতেই চ্যানেলের সামাজিক পাতায় দর্শকদের একাংশের আন্তরিক অনুরোধ, ‘দয়া করে পাণ্ডব গোয়েন্দা বন্ধ করে দেবেন না!' প্রযোজক শিবাজি পাঁজার দাবি, ‘‘বাবলু আর তার বাহিনী বড় পর্দার উপযুক্ত।’’

শুরু হওয়ার আগে থেকেই নানা কারণে তুমুল আলোড়ন সৃষ্টি করেছিল এই ধারাবাহিক। সাহিত্যিক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের কাছ থেকে গল্পের স্বত্ত্ব কেনা থেকে শুরু করে মেগার প্রোমো-- সব কিছু নিয়েই সরগরম হয়েছিল টেলিপাড়া, নেটমাধ্যম। যদিও পরে ধারাবাহিকটি আলাদা আকর্ষণ তৈরি করেছিল দর্শকমনে।

চিত্রনাট্যের দাবি মেনেই কি বন্ধ হয়ে যাচ্ছে মেগা? নাকি অন্য কারণ রয়েছে এর পিছনে? আনন্দবাজার ডিজিটাল জানতে চেয়েছিল প্রযোজক শিবাজি পাঁজার কাছে। জবাবে তিনি দুটো কারণ সামনে আনলেন। এক, মেগার টিআরপি ভাল না। একটি ধারাবাহিকের অস্তিত্ব নির্ভর করে এই রেটিংয়ের উপরেই। দর্শক যতই ধারাবাহিকের অনুরাগী হন না কেন, সেই ছাপ রেটিং চার্টে পড়েনি। প্রযোজক বা চ্যানেল কর্তৃপক্ষ কখনওই লোকসানে কোনও ব্যবসা চালায় না। দুই, তাঁর শ্যুটিংয়ের অভিজ্ঞতা বলছে, ছোট পর্দায় ‘পাণ্ডব গোয়েন্দা’কে ধরা মুশকিল। কারণ, এটি ব্যোমকেশ বক্সীর মতো ড্রয়িংরুম ড্রামা নয়। ৫ গোয়েন্দার স্রষ্টা ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় নানা জায়গায় নিয়ে গিয়েছেন তাঁর গোয়েন্দাদের। যা মেনে মেগা তৈরি করা প্রচণ্ড ব্যয়সাপেক্ষ। শিবাজির দাবি, ‘‘ভাল ধারাবাহিক বানাব, এই ইচ্ছে থেকে প্রথম দিকে পকেট থেকে অনেক টাকা ঢেলেছি। সেই টাকা উঠে আসেনি। আমিও তো ব্যবসা করতে এসেছি!’’

সোমবার, ৫ এপ্রিল শেষ শ্যুটিং ধারাবাহিকের। পর্দায় শেষ সম্প্রচারণ ১৫ এপ্রিল, পয়লা বৈশাখ। প্রযোজকের কথায়, পরিচালক রাহুল মুখোপাধ্যায় থেকে শুরু করে গোটা টিমের মন খারাপ। দীর্ঘদিন এক সঙ্গে কাজ করার ফলে কাজের জায়গায় একটা ঘরোয়া পরিবেশ সৃষ্টি হয়। মন না চাইলেও তা থেকে জোর করে বেরিয়ে আসতে হয় সবাইকে। পাশাপাশি, তিনি আলাদা করে প্রশংসা করেছেন রব দে ওরফে ‘বাবলু’র। শিবাজির মতে, ‘‘রব লম্বা রেসের ঘোড়া। প্রত্যেকে তাঁর সেরাটা দিয়েছেন। কিন্তু রবের পরিশ্রম, নিজেকে নিংড়ে দেওয়া, প্রফেশনালিজম দেখার মতো।’’

বাবলু আর বাচ্চুর ক্রাশ নাকি একটা সময় দর্শকদের ঘোর আপত্তির কারণ ছিল? প্রযোজক জানালেন, শেষ দিন পর্যন্ত ৫ তরুণ গোয়েন্দা শুধুই রহস্যের সমাধান করবেচ। অন্য কোনও কিছুই তাদের করতে দেখা যাবে না। পুরোটাই অপপ্রচার। ধারাবাহিকের জন্য সাহিত্যিকের থেকে সমস্ত গল্প কিনে নিয়েছিলেন প্রযোজক। কথা শেষের আগেই শিবাজির সাফ জবাব, ‘‘আগামী দিনে বড় পর্দায় ‘পাণ্ডব গোয়েন্দা’কে অবশ্যই নিয়ে আসব। ছোট পর্দায় তাদের আর ফিরিয়ে আনব না।’’

আপাতত, জি অরিজিনালস-এর ছবির কাজ নিয়ে ব্যস্ত শিবাজি। একাধিক ছবি আনছেন তিনি। তার মধ্যে অন্যতম ‘কুলের আচার’। ছোট পর্দার অনেক জনপ্রিয় মুখকেই দেখা যাবে এই ছবিতে।

অন্য বিষয়গুলি:

Serial Zee Bangla Pandab Goyenda
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE