Advertisement
১৯ নভেম্বর ২০২৪
Manikbabur Megh film

প্রেক্ষাগৃহে ৭৫ দিন, শেষ সফরে মুম্বইয়ে ‘মানিকবাবুর মেঘ’-এর বিশেষ প্রদর্শনে কী কী হল?

বৃহস্পতিবার প্রেক্ষাগৃহে ‘মানিকবাবুর মেঘ’ ছবিটির শেষ দিন। প্রযোজক বৌদ্ধায়ন জানালেন, ভাল-মন্দের সহাবস্থানে ঝুলিতে প্রাপ্তির ভাগই বেশি।

Makers had a special screening of Bengali film Manikbabur Megh him Mumbai as the film hits 75day in theatres

বৌদ্ধায়ন মুখোপাধ্যায়। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৪ ১৬:২৭
Share: Save:

বাজেট কম। তথাকথিত ‘তারকা’ নেই। তার পরেও সম্প্রতি প্রেক্ষাগৃহে ৭৫ দিন পূর্ণ করল ‘মানিকবাবুর মেঘ’ ছবিটি। অভিনন্দন বন্দ্যোপাধ্যায় পরিচালিত ছবিটির সাফল্য বাংলা ছবির ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ।

জুলাই মাসে এ রাজ্যে মুক্তি পেয়েছিল ছবিটি। তার পর মুম্বইয়ে ছবিটি ১০ দিনের জন্য দেখানো হয়। ছবির ৭৫ দিন উদ্‌যাপনের উদ্দেশে সম্প্রতি মুম্বইয়ে ছবির একটি বিশেষ প্রদর্শনের ব্যবস্থা করা হয়। ছবির অন্যতম প্রযোজক বৌদ্ধায়ন মুখোপাধ্যায় বললেন, “অনেকেই আমাদের অনুরোধ করেন যে ছবিটা তাঁরা দেখতে আগ্রহী। একটি ‘ইন্ডিপেনডেন্ট ছবি’র ক্ষেত্রে ৭৫ দিন খুব উল্লেখযোগ্য। সেই হিসেবেই বিশেষ প্রদর্শনের ব্যবস্থা করি।”

মুম্বইয়ের বিজ্ঞাপন জগতে চর্চিত নাম বৌদ্ধায়ন। ছবির প্রদর্শনে উপস্থিত ছিলেন বিজ্ঞাপন জগতের বিশিষ্টেরা। উপস্থিত ছিলেন ‘ময়দান’ ছবির পরিচালক অমিত শর্মা, ‘দো অউর দো পেয়ার’ ছবির পরিচালক শীর্ষা গুহঠাকুরতা, ‘পাতালঘর’ ছবির পরিচালক অভিজিৎ চৌধুরী প্রমুখ। অভিনেতাদের মধ্যে ছিলেন রাজশ্রী দেশপাণ্ডে, ইশিকা দে প্রমুখ।

Makers had a special screening of Bengali film Manikbabur Megh him Mumbai as the film hits 75day in theatres

মুম্বইয়ে ‘মানিকবাবুর মেঘ’ ছবির প্রদর্শনে (বাঁ দিক থেকে) অমিত শর্মা এবং অভিনন্দন বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত।

বৌদ্ধায়ন জানালেন, ছবিটা দেখার পর প্রত্যেকেই প্রশংসা করেছেন। ছবির প্রদর্শনের পর দীর্ঘ আলোচনা চক্রেও অংশ নেন উপস্থিত বিশিষ্টেরা। তাঁর কথায়, “অনেকেই অবাক হয়েছেন। জানতে চেয়েছেন ছবিটা কোন ভাবনা থেকে আমরা প্রযোজনা করতে এগিয়ে আসি। সকলেই আমাদের সাহসী বলেছেন। আমার বেশ মজা লেগেছে।”

শহরে পুজোর ছবির প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। বুধবার মুক্তি পেয়েছে প্রতীক্ষিত হলিউড ছবি ‘জোকার ২’। আর বৃহস্পতিবার ‘মানিকবাবুর মেঘ’-এর শেষ প্রদর্শন। মন কি খারাপ তাঁর? বৌদ্ধায়ন বললেন, “এত দিন ধরে প্রায় ২০ হাজার মানুষ ছবিটা দেখলেন। দর্শকের কাছে পৌঁছনোর প্রচেষ্টা থেকেই তো ছবি রিলিজ়ের পরিকল্পনা। সেই প্রচেষ্টা হয়তো কিছুটা হলেও সফল হয়েছে।”

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy