টুইটারে এই ছবিটিই পোস্ট করেছেন লতা।— টুইটারের সৌজন্যে।
১৯৭২-এ চলে গিয়েছেন তিনি। চিরতরে হারিয়ে গিয়েছে তাঁর সুরেলা গলা। তিনি গীতা দত্ত। কেটে গিয়েছে দীর্ঘ ৪৪ বছর। এখনও তাঁকে মিস করেন লতা মঙ্গেশকর। ‘সহেলী’র জন্য টুইটও করেছেন লতা। ‘আঁখিয়া ভুল গ্যায়ি হ্যায় সোনা’, ‘ক্যায়া বাতাউ মহব্বত হ্যায় ক্যায়া’র মতো জনপ্রিয় কিছু ডুয়েট গেয়েছিলেন লতা এবং গীতা।
লতা লিখেছেন, ‘আজকের দিনে আমার সহেলী গায়িকা গীতা দত্তের মৃত্যু হয়েছিল। ১৯৪৭ থেকে আমাদের বন্ধুত্ব ছিল। আজ ওর কথা খুব মনে পড়ছে।’ ১৯৫৯-এ ‘কাগজ কে ফুল’ ছবিতে গীতার গাওয়া ‘ওয়াক্ত নে কিয়া ক্যায়া হাসিন সিতম’ গানটির ভিডিও শেয়ার করেছেন লতা।
আরও পড়ুন, গর্ভবতী আরফার খেলা ছাড়ার সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন অনুষ্কা
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy