কার্তিক আরিয়ান নাকি এখন আকাশে উড়ছেন! ‘ভুলভুলাইয়া ২’-এর দুরন্ত সাফল্যের পরেই নাকি আকাশছোঁয়া পারিশ্রমিক হাঁকছেন তার নায়ক? দেদার গুজব রটার পর এ বার সটান পাল্টা জবাব দিলেন অভিনেতা!
দেশ জুড়েই দারুণ ব্যবসা করছে কার্তিকের নতুন ছবি। বাণিজ্যের হিসেব বলছে, ‘সূর্যবংশী’র রেকর্ড ভেঙে প্রথম দিনেই নাকি ১৪ কোটি ১১ লক্ষ ঘরে তুলেছে ‘ভুলভুলাইয়া ২’। এবং ১০ দিনেই ছাপিয়ে গিয়েছে ১০০ কোটির অঙ্কে! লাভের দৌড়ে হারিয়ে দিয়েছে এ বছরের বাকি সব হিন্দি ছবিকে।
তুমুল জল্পনা শুরু তার পরেই। এর আগে ছবি পিছু ১৫-২০ কোটি টাকা নিতেন অভিনেতা। এক ধাক্কায় এ বার নাকি ৩৫-৪০ কোটি টাকা পারিশ্রমিক চাইতে চলেছেন কার্তিক! আপাতত এমনই চর্চায় সরগরম বলিপাড়া।
Promotion hua hai life mein
— Kartik Aaryan (@TheAaryanKartik) May 30, 2022
Increment nahi 😂
Baseless 🙏🏻 https://t.co/qQ3xFYREgr
এমন রটনার মাঝেই আসরে নেমেছেন কার্তিক নিজে। সব চর্চার পাল্টা জবাবে হাসতে হাসতেই নায়কের টুইট— ‘প্রোমোশন (পদোন্নতি) হয়েছে জীবনে, ইনক্রিমেন্ট (বেতনবৃদ্ধি) নয়! সব ভিত্তিহীন কথা।’
অভিনেতা যা-ই বলুন, এতে কি গুজবের চাকা ঘোরা থামবে? সেটাই এখন দেখার! নিজে আপাতত নতুন ছবির তালিকা নিয়ে অপেক্ষায় কার্তিক। ‘শাহজাদা’, ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’, ‘ফ্রেডি’-র মতো একের পর এক ছবিতে দেখা যাবে তাঁকে।