কমেডিয়ান কপিল শর্মার বাড়িতে আজ ভোর রাত থেকেই খুশির মরসুম। বাবা হয়েছেন তিনি। এসেছে কন্যাসন্তান। মঙ্গলবার ভোররাতে নিজের টুইটার হ্যান্ডল থেকে কপিল লেখেন, ‘‘ব্লেসড টু হ্যাভ আ বেবি গার্ল। নিড ইওর ব্লেসিংস।’’
বোঝাই যাচ্ছে, প্রথম বার পিতৃত্বের স্বাদ পেয়ে বেজায় খুশি কপিল। গত বছর ডিসেম্বরে জিনি চাতরাথের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন কপিল। সেই বিয়েতে উপস্থিত ছিলেন দীপিকা পাড়ুকোন থেকে রণবীর সিংহ-সহ বলিউডের চেনা মুখেরা। বছর ঘুরতে না ঘুরতেই সুখবর এল কপিলের বাড়িতে।
স্ত্রী যখন অন্তঃসত্ত্বা ছিলেন তখন তাঁকে নিয়ে কানাডাও ঘুরে এসেছিলেন কপিল। বাবা হওয়ার আগে সংবাদ মাধ্যমকে কপিল বলেছিলেন, “এখন আমার প্রধান লক্ষ্য হল জিনির খেয়াল রাখা। প্রথম সন্তান আসছে। স্বাভাবিক ভাবেই আমরা খুবই উত্তেজিত। আমার গোটা পরিবার নতুন অতিথির অপেক্ষায় রয়েছে।”
আরও পড়ুন-বিয়ের এক বছরের মধ্যেই বিচ্ছেদ হয়ে গেল এই বাঙালি অভিনেত্রীর
আরও পড়ুন-মুক্তি পেল ‘ছপক’-এর ট্রেলার, অ্যাসিড আক্রান্ত মালতীর চরিত্রে দীপিকাকে দেখে চোখে জল ফ্যানেদের
দেখুন কপিলের টুইট
Blessed to have a baby girl 🤗 need ur blessings 🙏 love u all ❤️ jai mata di 🙏
— Kapil Sharma (@KapilSharmaK9) December 9, 2019