২০ মাসের নিষেধাজ্ঞার পরে টুইটারে ফিরলেন কঙ্গনা রানাউত। ফাইল চিত্র।
অবশেষে উঠল নিষেধাজ্ঞা। ২০ মাস পরে টুইটারে ফিরলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। সমাজমাধ্যমে ফিরে এসে কঙ্গনা লিখলেন, ‘‘এখানে ফিরে এসে ভাল লাগছে।’’ সঙ্গে শেয়ার করলেন তাঁর পরবর্তী ছবি ‘ইমার্জেন্সি’-র একটি ক্লিপিং। ‘‘ছবির শুটিং ভাল ভাবে শেষ হয়েছে’’, জানালেন ‘মণিকর্ণিকা: দ্য কুইন অফ ঝাঁসি’ খ্যাত অভিনেত্রী।
And it’s a wrap !!!
— Kangana Ranaut (@KanganaTeam) January 24, 2023
Emergency filming completed successfully… see you in cinemas on 20th October 2023 …
20-10-2023 pic.twitter.com/L1s5m3W99G
সমাজমাধ্যমে বিদ্বেষমূলক মন্তব্যের জন্য একাধিক বার বিতর্কের মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী। বার বার টুইটারের নিয়মভঙ্গ করার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। সেই অভিযোগে ২০২১ সালের মে মাসে বন্ধ করে দেওয়া হয় অভিনেত্রী কঙ্গনা রানাউতের টুইটার অ্যাকাউন্ট। কর্তৃপক্ষ তাঁর টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার পর এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘আমি খুশি যে আমি টুইটারে নেই। আমি টুইটারে ফিরে এলে লোকজনের জীবনে উত্তেজনা বেড়ে যায়, আর আমার জীবনে সমস্যা। বিভিন্ন রাজ্যে আমার বিরুদ্ধে মামলা হয়ে যায়।’’ তবে এত দিন পরে অ্যাকাউন্ট ফিরে পেয়ে খুশি ‘কুইন’ খ্যাত অভিনেত্রী। টুইটারে তা লিখে জানাতেও ভোলেননি তিনি।
চলতি বছরে মুক্তি পেতে চলেছে কঙ্গনার ছবি ‘ইমার্জেন্সি’। ছবির প্রযোজনা, পরিচালনা থেকে ছবিতে মুখ্য চরিত্রে অভিনয়— সব ভূমিকাতেই তিনি নিজে। জয়ললিতার পরে এ বার আরও এক রাজনীতিকের চরিত্রে ফিরছেন বলিউড অভিনেত্রী। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জীবন অবলম্বনে তৈরি ছবি ‘ইমার্জেন্সি’তে ইন্দিরা গান্ধীর চরিত্রে দেখা যাবে কঙ্গনাকে। একাধিক বাধা-বিপত্তির সম্মুখীন হয়েও ছবির শুটিং ভাল ভাবে শেষ হয়েছে। টুইটারে ফিরে এসে সেই খবর সবার সঙ্গে ভাগ করে নেন কঙ্গনা। এই ছবি বানাতে গিয়ে নিজের সব সম্পত্তি বন্ধক রাখতে হয়েছে তাঁকে, তা-ও এক সাক্ষাৎকারে জানান জাতীয় পুরস্কার জয়ী অভিনেত্রী।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy