এক দিকে মৃত্যুভয়, অন্য দিকে পরিবারের সদস্যসংখ্যা বাড়ার ইঙ্গিত! দুই বিপরীতমুখী ঘটনা নাকি ঘটতে চলেছে সলমন খানের পরিবারে? মঙ্গলবার স্ত্রী সুরা খানের সঙ্গে প্রসূতিদের হাসপাতালে গিয়েছিলেন আরবাজ় খান। সেই ভিডিয়ো, ছবি ভাইরাল হতেই কৌতূহলী বলিউড। প্রশ্ন উঠেছে, যা রটেছে তাই-ই কি ঘটছে? ফের বাবা হচ্ছেন আরবাজ়? ফের জেঠু হচ্ছেন সলমন!
এ দিনও প্রযোজক-অভিনেতা ছবিশিকারিদের ক্যামেরা থেকে আড়াল করার চেষ্টা করেছেন স্ত্রীকে। ঠিক যেমন করেছিলেন ইদের দিন। বোন অর্পিতা খানের বাড়ির পার্টিতে। ওই দিন সারা ক্ষণ তিনি ক্যামেরা থেকে যে ভাবে আগলেছেন সুরাকে, তখনই গুঞ্জন উঠেছিল, তা হলে কি শীঘ্রই শুভ সংবাদ আসতে চলেছে! সে দিনের মতো এ দিনও সুরাকে ঢিলেঢালা, বড় মাপের পোশাকে দেখা গিয়েছে। সাধারণত, গর্ভাবস্থা ঢাকতে মেয়েরা এই ধরনেরই পোশাক বাছেন।
আরও পড়ুন:
মাত্র ১৬ মাস বিয়ে তাঁদের। তার আগেই যদিও পেশায় রবিনা টন্ডনের রূপসজ্জাশিল্পী সুরার সঙ্গে ঘনিষ্ঠতা ছিল আরবাজ়ের। প্রসঙ্গত, খান পরিবারের সঙ্গে রবিনার বন্ধুত্ব দীর্ঘ দিনের। সেই সুবাদেই যাতায়াত উভয় পরিবারের। সেখান থেকেই হয়তো আরবাজ়ের সঙ্গে সুরার সম্পর্ক এবং খান পরিবারের বধূ তিনি। যা-ই হোক, বিয়ের দু’বছর পূর্ণ হওয়ার আগেই সন্তান আসার আভাস মেলায় খুশির হাওয়া বলিপাড়ায়। সলমনের অনুরাগীদের আশা, হয়তো নতুন সদস্য ভাইজানের জীবনে খুশির হাওয়া নিয়ে আসছে।