Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
aamir khan

Kangana on Aamir-Kiran: আমির-কিরণের পুত্রসন্তানের ধর্ম নিয়ে অভিনেতাকে আক্রমণ কঙ্গনার

কঙ্গনার দাবি, ‘সব ধর্মের মধ্যে একমাত্র ইসলাম ধর্মের মানুষকে বিয়ে করলেই ধর্মান্তরণ হয়, সেই রীতি বন্ধ করতে হবে।’

কঙ্গনা রানাউত এবং কিরণ-আমির-আজাদ

কঙ্গনা রানাউত এবং কিরণ-আমির-আজাদ

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৫ জুলাই ২০২১ ১৫:৩৯
Share: Save:

কিরণ রাও এবং আমির খানের বিচ্ছেদ নিয়ে এ বারে মুখ খুললেন কঙ্গনা রানাউত। আক্রমণ করলেন অভিনেতাকে। ইসলাম ধর্মাবলম্বীদের প্রতি ফের তাঁর ক্ষোভ প্রকাশ পেল ইনস্টাগ্রামে। ভিন্ন ধর্মাবলম্বী দুই ব্যক্তির মধ্যে বিবাহ সম্পর্কের উদাহরণ দিয়ে তিনি বোঝাতে চাইলেন, কেবল মাত্র ইসলাম ধর্মাবলম্বীর সঙ্গে বিয়ের করার ক্ষেত্রে ধর্মান্তরিত হতে হয়।

কঙ্গনা প্রতিবাদ জানিয়ে লিখলেন, ‘পঞ্জাবি পরিবারে এক পুত্রকে হিন্দু হিসেবে বড় করা হয়, অন্য জনকে শিখ ধর্মে বড় করা হয়। কিন্তু আমির খান স্যরের বিবাহ বিচ্ছেদের ঘটনায় আমি অবাক হয়ে গেলাম। হিন্দু ধর্মাবলম্বী কিরণ রাও ও আমির খানের ছেলে কেবল মুসলমান পরিচয় পেল কেন? যদি একটি পরিবারে নাস্তিক, হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, রাধাস্বামী মতে বিশ্বাসী একত্রে বসবাস করতে পারেন, তবে কোনও মুসলমানকে বিয়ে করলে নিজের ধর্ম বদলাতে হয় কেন?’

কঙ্গনার ইনস্টাগ্রাম স্টোরি

কঙ্গনার ইনস্টাগ্রাম স্টোরি

প্রসঙ্গত, কিরণ রাও নিজেকে ‘নাস্তিক’ বলে পরিচয় দেন। আবার বিয়ের পর নিজের নাম থেকে ‘রাও’ পদবি মুছে ফেলেননি তিনি। কিরণ নিজেও নিরামিষাশী এবং বিয়ের পরে আমির খানকেও আমিষ ছেড়ে নিরামিষাশী হয়ে যাওয়ার পথ দেখিয়েছেন। এখন দু’জনের কেউই আমিষ খান না।

এ ছাড়া তাঁদের ছেলে আজাদের নামের পিছনে মা ও বাবা দু’জনের পদবিই রেখেছেন তাঁরা। ছেলের পুরো নাম আজাদ রাও খান। যদিও আজাদ নামকরণের পিছনে অন্য ইতিহাস রয়েছে। আমির খান তাঁর ছেলের নাম রেখেছেন তাঁর ছেলের নাম রেখেছেন স্বাধীনতা সংগ্রামী মৌলানা আবুল কালাম আজাদের নামে, যিনি আবার আমিরের পরিবারেরই মানুষ ছিলেন।

কিন্তু কঙ্গনার দাবি, ‘সময়ের সঙ্গে আমাদের মানসিকতাকেও পরিবর্তন করতে হবে। সব ধর্মের মধ্যে একমাত্র ইসলাম ধর্মের মানুষকে বিয়ে করলেই ধর্মান্তরণের রীতি বন্ধ করতে হবে।’

অন্য বিষয়গুলি:

kangana ranaut aamir khan Kiran rao Maulana. Abul Kalam Azad Interfaith Marriage
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy