রাজ্যে অন্যান্য অনগ্রসর শ্রেণির (ওবিসি) জন্য চালু সংরক্ষণ খারিজ হয়েছে কলকাতা হাই কোর্টে। আদালতের নির্দেশেই বাতিল হয়েছে ওবিসি শংসাপত্র। এমন সিদ্ধান্তের বিরুদ্ধে রাজ্য সরকারের আর্জি এখন সুপ্রিম কোর্টে বিবেচনাধীন। তারই মধ্যে নতুন করে ওবিসি সমীক্ষার কাজ শুরু করে দিচ্ছে রাজ্য সরকার। জেলাশাসকদের কাছে নির্দেশ পাঠিয়ে এবং প্রশ্ন বেঁধে দিয়ে ওই সমীক্ষা শুরু করতে বলা হয়েছে। আইনি লড়াই চলাকালীন রাজ্যের এমন পদক্ষেপে প্রশ্ন তুলছে বিরোধীরা। তবে সরকারি একটি সূত্রের ইঙ্গিত, রাজ্যে আগামী বিধানসভা নির্বাচনের আগে আর্থিক ভাবে অনগ্রসর মুসলিমদের যাতে সংরক্ষণের আওতায় রাখা যায়, সে দিকে নজর রেখেই বিকল্প পথ ভাবতে শুরু করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। প্রয়োজনে আর্থিক ভাবে দুর্বল (ইডব্লিউএস) অংশের আওতায় চাকরি ও শিক্ষা ক্ষেত্রে এই সংরক্ষণ দেওয়া যায় কি না, সেই সম্ভাবনাও ভেবে দেখা হচ্ছে সরকারি স্তরে।