মুখে চওড়া হাসি তাঁর। তত ক্ষণ ৮ রানে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে মহিলাদের আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। এই জয়ের নেপথ্যে বড় ভূমিকা নিয়েছেন দলের বোলিং কোচ ঝুলন গোস্বামী। গোটা মরসুমে দাপট দেখিয়েছেন দলের বোলারেরা। ঝুলন জানিয়েছেন, ব্যাটিং বা বোলিং নয়, অন্য এক অস্ত্রে দিল্লিকে ঘায়েল করে চ্যাম্পিয়ন হয়েছেন তাঁরা।
ম্যাচ শেষে ঝুলন জানিয়েছেন দলের অভিজ্ঞতার কথা। তাঁর মতে, অভিজ্ঞতায় বাজিমাত করেছেন তাঁরা। ঝুলন বলেন, “আমাদের দলে অনেক অভিজ্ঞ ক্রিকেটার। প্রত্যেকে দেশের হয়ে অনেক বছর ধরে খেলছে। ওরা জানে কোন পরিস্থিতিতে কী ভাবে খেলতে হয়। ফাইনালের চাপ আলাদা থাকে। সেই চাপ নেওয়ার জন্য অভিজ্ঞতা দরকার। আমার মনে হয়, সেখানেই আমরা দিল্লিকে হারিয়েছি।”
মুম্বইয়ের দুই ক্রিকেটার অ্যামেলিয়া কের ও হেইলি ম্যাথুজ় প্রতিযোগিতায় সবচেয়ে বেশি উইকেটশিকারিদের তালিকায় প্রথম দুই স্থানে রয়েছেন। খুব বেশি পিছিয়ে নেই ন্যাট শিভার-ব্রান্ট ও শবনম ইসমাইলও। এই চার ক্রিকেটারের কথা আলাদা করে বলেছেন ঝুলন। তাঁর কথায়, “প্রতিটা ম্যাচে শবনম ও শিভার-ব্রান্ট নতুন বলে ভাল করেছে। কের ও ম্যাথুজ় মাঝের ওভারে উইকেট নিয়েছে। এই ধরনের উইকেটে কী ভাবে বলের গতির হেরফের করতে হয়, সেটা ওরা দেখিয়েছে। দলের বোলিং কোচ হিসাবে ওদের নিয়ে আমার গর্ব হচ্ছে।”
আরও পড়ুন:
শিভার-ব্রান্ট শুধু বলে নয়, ব্যাটেও নজর কেড়েছেন। প্রতিযোগিতায় এক মরসুমে ৫০০-এর বেশি রান করেছেন তিনি। ফাইনালেও অধিনায়ক হরমনপ্রীত কউরের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। তাই এই দুই ক্রিকেটারের প্রশংসায় পঞ্চমুখ ঝুলন। তিনি বলেন, “শিভার-ব্রান্টের বান্ধবী সন্তানসম্ভবা। এই সময়েও বাড়ি না ফিরে ও মুম্বইয়ের হয়ে খেলেছে। ওর দায়বদ্ধতা আমাকে অবাক করে। আর এই ম্যাচে হরমন যা খেলল, তা এক কথায় অসাধারণ। এই সব ক্রিকেটার দলে আছে বলেই নতুনদের সুবিধা হচ্ছে। ওরাও অনেক কিছু শিখতে পারছে।”
বোলিং কোচ হিসেবে তিনিও এই তিন মরসুমে অনেক কিছু শিখেছেন বলে জানিয়েছেন ঝুলন। সেই অভিজ্ঞতা তাঁকে আগামী দিন অনেক সাহায্য করবে। বাংলার ঝুলন বলেন, “খেলা থেকে অবসর নেওয়ার পর মুম্বই আমাকে একটা দায়িত্ব দিয়েছিল। প্রধান কোচ শার্লট এডওয়ার্ডসের সঙ্গে মিলে একটা ভাল দল তৈরি করেছি। এই দল চ্যাম্পিয়ন হতে জানে। এই তিন বছর অনেক কিছু শিখেছি। আগামী দিনে তা কাজে লাগবে।” আপাতত উল্লাস ছাড়া কিছু ভাবছেন না ঝুলন। তবে খুব তাড়াতাড়ি পরের মরসুমের পরিকল্পনা শুরু করতে চান তিনি।