সুমন এবং অনিন্দ্য।
গান লেখা, গান গাওয়া— এ তো তাঁর দীর্ঘকালীন অভ্যেসের নাম। কিন্তু সেই গান যে বন্ধুদের আড্ডার বাইরেও মানুষ সিরিয়াসলি নিতে পারেন বা এই গানই হতে পারে পেশা— সে ভাবনা তাঁর অনেকটাই এসেছিল কবীর সুমনকে দেখে। তিনি, অর্থাত্ অনিন্দ্য চট্টোপাধ্যায়। পরিচালক, সঙ্গীত পরিচালক, গায়ক— বহু পরিচয়ে জনপ্রিয় শিল্পীর কেরিয়ারে সদ্য এক নতুন ঘটনা ঘটেছে। তাঁরই লেখা এবং সুর করা একটি গান সম্প্রতি রেকর্ড করেছেন কবীর সুমন। সৌজন্যে আসন্ন ছবি ‘বেলাশুরু’।
শিবপ্রসাদ-নন্দিতার ছবি ‘বেলাশুরু’র প্রাথমিক পর্যায়ের শুটিং শেষ। সে ছবির জন্যই অনিন্দ্যর লেখা এবং সুরে একটি গান গেয়েছেন সুমন।
‘‘বেলাশুরুর টাইটেল ট্র্যাক গেয়েছেন কবীর সুমন। আমার কম্পোজ করা। অ্যারেঞ্জ করেছেন প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়। গানটা তৈরি করার পর মনে হয়েছিল সুমনদা গাইলেই ভাল হয়। আসলে ৯০-এর গানবাজনার অনেক কিছু তো সুমনদার কাছ থেকে শেখা। আমাদের তরফ থেকে এটা একটা ট্রিবিউট বলতে পারেন। সত্যিই আমার কাছে এটা ল্যান্ডমার্ক রেকর্ডিং।’’ মিঠে স্মৃতি ভাগ করে নিলেন অনিন্দ্য।
আরও পড়ুন, আমার এক্সাইটমেন্টটা ভেতরেই থাকবে, বলছে জোজো
তবে গানের কথা নিয়ে এখনই বেশি কিছু বলতে চাইলেন না অনিন্দ্য। ‘বেলাশুরু’ শব্দটা গানে থাকবে, এটুকু জানালেন তিনি। এ ছবির জন্য নতুন করে কম্পোজ করা একটি সাঁওতালি গানও ইতিমধ্যেই রেকর্ড করেছেন অনিন্দ্য। সে গান গেয়েছন ইমন চক্রবর্তী, অনন্যা ভট্টাচার্য এবং উপালি।
কলকাতা, শান্তিনিকেতন এবং বাংলাদেশে এ ছবির শুটিং করবেন শিবপ্রসাদ-নন্দিতা। নিখাদ প্রেমের গল্পে সৌমিত্র চট্টোপাধ্যায়, স্বাতীলেখা সেনগুপ্ত, ঋতুপর্ণা সেনগুপ্ত, অপরাজিতা আঢ্য, খরাজ মুখোপাধ্যায়, মনামী ঘোষ, শঙ্কর চক্রবর্তী, ইন্দ্রাণী দত্ত, সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়ের মতো শিল্পীর অভিনয় দেখবেন দর্শক।
(সিনেমার প্রথম ঝলক থেকে টাটকা ফিল্ম সমালোচনা - রুপোলি পর্দার বাছাই করা বাংলা খবর জানতে পড়ুন আমাদের বিনোদনের সব খবর বিভাগ।)
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy