সপরিবারে শ্রীদেবী। ফাইল চিত্র
একসময় বলিউডে রাজ করতেন তিনি। তাঁর রূপের ছটায় উদ্ভাসিত হত বলিউডের প্রতিটি কোণ।‘মিস্টার ইন্ডিয়া’, ‘চালবাজ’, ‘সদমা’— একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের। তিনি সেলুলয়েডের ‘চাঁদনী’ শ্রীদেবী। মঙ্গলবার প্রয়াত এই বলিউড ডিভার জন্মদিন উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধা জানালেন মেয়ে জাহ্নবী কপূর এবং স্বামী বনি কপূর।
মায়ের ছবি পোস্ট করে ইনস্টাগ্রামে জাহ্নবী লিখেছেন,‘শুভ জন্মদিন মা। তোমায় খুব ভালবাসি।’ স্ত্রীকে ‘জান’ সম্বোধন করে স্বামী বনি কপূরও টুইটারে লিখেছেন, ‘জীবনের প্রতিটি মুহূর্তে মিস করি তোমায়। এভাবেই আমাদের আগলে রেখো।’
Happy birthday Mumma, I love you
সম্পর্কে বনি কপূরের ভাই, অভিনেতা অনিল কপূর এই দিনটিকে ‘বিটারসুইট’ আখ্যা দিয়ে টুইটারে লিখেছেন,‘যা হারিয়েছি তা অপূরণীয়। কিন্তু তোমার সেই হাসি মাখা মুখটা মনে করেই বেঁচে রয়েছি আমরা।’
আরও পড়ুন-‘বামা বড় হয়ে গেল, আমি কেন বড় হলাম না?’
আরও পড়ুন-যৌন হেনস্থা না করলেও অশ্লীল কথা বলত বাবা, এবার মুখ খুললেন শ্বেতার মেয়ে
Happy Birthday Jaan, missing you every minute of my life , keep on guiding us , you will remain with us till eternity. #Sridevi pic.twitter.com/pGPhgbmcBN
— Boney Kapoor (@BoneyKapoor) August 13, 2019
গত বছরের ২৪ ফেব্রুয়ারি দুবাইয়ের একটি হোটেলে স্নানাগারের বাথটাবে অচৈতন্য অবস্থায় উদ্ধার হয় শ্রীদেবীর দেহ। প্রাথমিক তদন্তের পর সে দেশের পুলিশ জানিয়েছিল, অচৈতন্য অবস্থায় জলে ডুবে গিয়েছিলেন তিনি। তবে তাঁর মৃত্যু নিয়ে সে সময় কম জলঘোলা হয়নি।বেঁচে থাকলে এই বছর ৫৬ বছরে পা দিতেন শ্রীদেবী।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy