Advertisement
২৬ ডিসেম্বর ২০২৪
Disha Patani

হলুদ বিকিনিতে মলদ্বীপে দিশা, ছুটি কাটাচ্ছেন টাইগারের সঙ্গে?

রবিবারই টাইগার আর দিশাকে একসঙ্গে দেখা গিয়েছিল মুম্বই বিমানবন্দরে। তারপরই শুরু হয়েছিল জল্পনা। কোথায় যাচ্ছেন দু’জনে! জবাব মিলল সমাজমাধ্যমেই।

দিশা পাটানি ও টাইগার শ্রফ।—টুইটার

দিশা পাটানি ও টাইগার শ্রফ।—টুইটার

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২০ ১৭:২৮
Share: Save:

ফের মালদ্বীপে দিশা আর টাইগার। বছর শেষে জমিয়ে মজা করছেন, সাদা বালি নীল জলে ভেসে বেড়াচ্ছেন হেঁটে বেড়াচ্ছেন দু’জনে। একসঙ্গে! না, তেমন কথা অতি বড় নিন্দুকেও বলতে পারবে না। নিজেদের সমাজমাধ্যমে একেবারে আলাদা আলাদা করেই নিজেদের ছুটি-ছবি ভক্তদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন তাঁরা।

এ বছর দীপাবলির সময়েই জুটিতে ঘুরে এসেছেন মলদ্বীপ। নীল জল আছড়ে পড়া সৈকতে সাদা বালি মাখা দিশা পাটানির বিকিনি-ছবি ইন্টারনেটে ভাইরাল হয়েছিল রীতিমতো। আবার মন্দিরের কারুকাজের মতো অ্যাবসওয়ালা টাইগার শ্রফের সাঁতার দৃশ্যও আশ মিটিয়ে দেখেছিলেন অনুরাগীরা। কিন্তু, আশ মেটেনি দিশা-টাইগারেরই। মলদ্বীপ ভ্রমণের অনেকটাই বোধহয় বাকি থেকে গিয়েছিল। তাই বছরের শেষ ছুটি কাটাতেও বাকি সব গন্তব্য ছেড়ে সেই মলদ্বীপেই ফিরতে হল বলিউডের এই ‘হট অ্যান্ড ফিট’ জুটি।

রবিবারই টাইগার আর দিশাকে একসঙ্গে দেখা গিয়েছিল মুম্বই বিমানবন্দরে। তারপরই শুরু হয়েছিল জল্পনা। কোথায় যাচ্ছেন দু’জনে! জবাব মিলল সমাজমাধ্যমেই। দিশা-টাইগার দু’জনেরই ইনস্টা স্টোরিতে একের পর এক মলদ্বীপের পোস্ট।

কখনও দিশাকে দেখা যাচ্ছে সৈকতে সন্ধের নাচ-গানের আসরে বসে মাথা দোলাতে। কোথাওবা টাইগারকে দেখা যাচ্ছে গোলাপি শর্টসে ছুটে আসতে সমুদ্রে ঝাঁপ দিতে।

টাইগার শ্রফ ও দিশা পাটানির ইনস্টা স্টোরি।

এরই মধ্যে দিশার যে ছবিটি সমাজমাধ্যমের তাপমাত্রা বাড়িয়েছে, তাতে বেশ মৎস্যকন্যার মতো দেখাচ্ছে দিশাকে।

যদিও দিশার নিজের মতে, তিনি ওই ছবিতে একজন পুরদস্তুর জলমানবী। মাঝ সমুদ্রে হলুদ বিকিনি পরে সার্ফিং বোর্ডের উপর হাতে পাল নিয়ে বেরিয়েছেন জল সফরে। ভিজে চুল। সদ্য সমুদ্রের জলে স্নান সেরেছেন।

অন্যদিকে, টাইগারের ছবি জল থেকে কিছুটা দূরে, লতানে ফুল গাছের সামনে দাঁড়িয়ে। চোখে সানগ্লাস। নগ্ন শরীরের উপরিভাগ। ছবির বাকি অংশ সম্ভবত ইচ্ছে করেই বাদ দিয়েছেন টাইগার। বিবরণে দিয়েছেন আগুনের ইমোজি।

View this post on Instagram

A post shared by disha patani (paatni) (@dishapatani)

View this post on Instagram

A post shared by Tiger Shroff (@tigerjackieshroff)

তবে দু’জনের একান্ত ছবি দেখা যায়নি এখনও। আসলে বাকিদের কাছে যতই খোলা পাতার মত হোক তাঁদের সম্পর্ক, দিশা-টাইগার নিজেরা নিজেদের সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণা করেননি এখনও।

তাই জুটিতে তাঁদের ছবি পেতে এখনও অপেক্ষাই সম্বল অনুরাগীদের।

অন্য বিষয়গুলি:

Instagram Bollywood Vacation Disha Patani Maldives Tiger Shroff
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy