বাঘের আতঙ্কে ঘুম উড়েছে উত্তরপ্রদেশের লখনউয়ের রহমান খেড়া এলাকার। ওই এলাকায় একটি বাঘকে এলাকাবাসীরা ঘুরতে দেখার পরই শোরগোল পড়ে গিয়েছে। গত ২৫ দিন ধরে বাঘের খোঁজ চালিয়ে ধরতে পারেনি বন দফতর। ফলে আতঙ্ক আরও বেড়েছে।
স্থানীয় সূত্রে খবর, বুধবার রাতে একটি বুনো শূকর শিকার করেছে বাঘটি। কিন্তু বাঘটিকে কিছুতেই বাগে আনা যাচ্ছে না। বন দফতর খাঁচা পেতেছে, খাবারের টোপও দিয়েছে। কিন্তু তাতেও কোনও লাভ হয়নি বলে জানা গিয়েছে। আর বিকল্প কোনও উপায় না-থাকায় শেষমেশ দুধওয়া জাতীয় উদ্যান থেকে হাতি নিয়ে আসা হয়েছে। হাতির সাহায্যেই বাঘ ধরার চেষ্টা করা হবে বন দফতর সূত্রে খবর। এক বনাধিকারিক জানিয়েছেন, দুধওয়া জাতীয় উদ্যান থেকে আনা হাতিটি এই কাজে প্রশিক্ষিত। এর আগেও বেশ কয়েকটি অভিযানে সফল হয়েছে সেটি।
এ ছাড়াও বাঘটিকে ধরার জন্য বিশেষজ্ঞ দল আনা হচ্ছে। বাঘের গতিবিধির উপর নজরদারি চালাবে বিশেষজ্ঞ দলটি। কিন্তু এলাকাবাসীদের প্রশ্ন, কবে ধরা পড়বে বাঘ? কবে তাঁরা আবার নিশ্চিন্তে লোকালয়ে চলাফেরা করতে পারবেন? যদিও বন দফতর আশ্বাস দিয়েছে, দ্রুত বাঘটিকে ধরার ব্যবস্থা করা হচ্ছে। বাঘের আতঙ্ক ছড়িয়েছে আশপাশের ২০টি গ্রামেও। চাষের কাজও ব্যাহত হচ্ছে বলে জানাচ্ছেন গ্রামবাসীরা। বাঘের ভয়ে স্কুলে যেতে পারছে না পড়ুয়ারা। বনাধিকারিক সীতাংশি পাণ্ডে জানিয়েছেন, বন দফতর বাঘটিকে ধরার চেষ্টা চালাচ্ছে। সেটিকে ধরার জন্য প্রশিক্ষিত হাতিও আনানো হয়েছে।